পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ அ0 :) অধিকারের দোষে অভিযুক্ত করিবে না ; অথবা অন্ততঃ তাহার ধর্মবিরুদ্ধ এবং নীতিবিরুদ্ধ দুরাকাজক্ষ বলিয়াও ইংরাজদিগের প্রতি দোষারোপ করিবে না । পূর্বের ন্যায় বর্তমান সময়েও ইংরাজগণ চিরকালই আপনাদিগের ক্ষমতা বিস্তারে স্বতঃপরতঃ অভিলাষী ছিলেন,—ভারতীয় অপরাপর জাতির ন্যায় শিখদিগের এই সাধারণ বিশ্বাসে, একমাত্র পঞ্জাবের প্রতি ব্রিটিশগবর্ণমেণ্টের বিশেষ ব্যবহার সম্বন্ধ সংযোজিত হওয়া আবশুক। ১৮০১ খ্ৰীষ্টাব্দে যখন পূর্ব-খণ্ডে ফরাসী আক্রমণের আতঙ্ক প্রশমিত হইল, এবং যমুনা নদীকেই রাজ্যের সীমা নির্দেশ করার প্রতিজ্ঞ যখন অম্বুমোদিত হইল না, তখন ইংরাজ রাজ-প্রতিনিধি গবর্ণর-জেনারেল বলিয়াছিলেন যে, রণজিৎ সিংহকে অসন্তুষ্ট এবং উত্তেজিত করা অপেক্ষ, লুধিয়ানা অভিমুখে যে কয়েকটি সৈন্যদল প্রেরিত হইয়াছে, তাহাদিগকে কর্ণাল অভিমুখে ফিরাইয়া আনাই বরং শ্রেয় ; এবং এতদুদেশুে তিনি এক আদেশাঞ্জাও প্রচার করিয়াছিলেন । ২ বস্তুত: এই প্রস্তাব অনুযায়ী কার্য করা যুক্তিযুক্ত বলিয়া অভূমিত হয় নাই ; কিন্তু গুখ'। যুদ্ধের অবসানে পার্বত্য পুলীশ প্রহরীর জন্য সাবাথু নামক স্থানে যে প্রাদেশক সৈন্য সংগৃহীত হইয়াছিল, তাদে, ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের আফগান যুদ্ধ সময়ে, শিখ সীমান্তে লুধিয়ানার সৈন্য সমূহই ইংরেজদিগের একমাত্র সশস্ত্র সৈন্যবল মধ্যে পরিগণিত হয় । শতদ্রু-তীরস্থিত অগ্রগামী সৈন্যের নিদিষ্ট স্বান হইতে কোনরূপ সামরিক অথবা রাজনৈতিক উদ্বেগু সাধিত হয় নাই ; কিন্তু ইহা শিখদিগের সহিত মিত্রতার স্পষ্ট প্রতিরূপক বলিয়। জুচিত হইত। যাহাতে স্বল্পমাত্র ঘনিষ্টতা ও মিত্রতা নিশ্চিত প্রমাণিত হয়, ক্ষমতার নিকৃষ্টত হেতু তাহারা সচরাচর পূর্ব অঙ্গীকার আশ্রয়স্বরূপ অবলম্বন করিতে অভিলাষী ছিল । লাহোর ব্যতীত আর সমস্ত শিখরাজ্যের রক্ষণাবেক্ষণ হেতু প্রাপ্য বলিয়া, এবং রাজা নিঃসস্তান পরলোক গমন করায়, উত্তরাধিকারী অভাবে, ১৮৩৫ খ্ৰীষ্টাব্দে, লুধিয়ান হইতে ৭• মাইল দক্ষিণ শতশ্রু-তীরন্থ ক্ষুদ্র ফিরোজপুর রাজ্য, ইংরাজগণ অধিকার করিলেন । সমর বিভাগের মতানুসারে দেখিতে গেলে, ঐ স্থানের সমুদায় স্থবিধার বিষয় অতিশয় অভিনিবেশ সহকারে প্রশংসিত ও আলোচিত হইত, এবং পঞ্জাবের রাজধানীর সান্নিধ্য হেতু রণজিৎ সিং, ভবিষ্যতে ভয়ের কারণ জানিয়া, ঐ স্থান স্বীয় অধীন রাজ্য বলিয়া দাবী করিয়াছিলেন।৩ ঐ নগণ্য সহর ভবিষ্যতে সেনানিবাস মধ্যে পরিগণিত হইবে, ১৮৩৮ খ্ৰীষ্টাব্দে মহারাজের এইরূপ তীতি ইংরাজগণ সম্পূর্ণরূপ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিলেন । এই সময়ে খোরাসান গমনের জন্ত ফিরোজপুরে দ্বাদশ সহস্র সৈন্ত সমবেত হইয়াছিল । সৈন্তগণের অগ্রসর হওয়ার নির্দিষ্ট দিনের পূর্বেই জানিতে পারা গেল যে, পারস্ত সৈন্ত হীরাটের অবরোধ পরিত্যাগ করিয়াছে। তখন স্থিরীকৃত হইল যে, কল্পিত আক্রমণে বিজয়লাভ হইলে, যখন তৎস্থানে সৈন্ত-সমাবেশের জার আবগুক হুইবে না, ততদিন পর্যন্ত তখায়

  • f Government to Sir David Ochterloney, 30th January, 1809. wi. See Chap. vii, and also note in the book.