পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Oఆ শিখ-ইতিহাস স্বান আক্রমণে বিরত থাকিতে, তাহারা শিখ সৈন্যকে উপদেশ দিলেন। যুদ্ধাদি-ব্যাপারে সর্বসম্মত যুক্তি-পরামর্শের আবগুকতা শিখ-সৈন্য বুঝিতে পারিয়াছিল। রাজ্যের প্রধান প্রধান শাসন-কর্তাদিগের সহিত একমত হইয়া, তাহারা সৈনিক-সমিতি এবং অপরাপর লমিতির ক্ষমতা কিছুকালের জন্য উপেক্ষা করিয়াছিল। এইরূপে এই সকল অযোগ্য ব্যক্তি অতি সহজেই তাঁহাদের হেয় উদ্বেগু সাধন করিতে পারিয়াছিলেন।৩০ সামরিক বিধি-ব্যবস্থার প্রচলিত নিয়মানুসারে বিভিন্ন স্থানে সেনানিবাস স্থাপনকালে এবং ভিন্ন ভিন্ন স্থানে পদাতিক ও অশ্বারোহী সৈন্যের নিয়োগ সময়ে, সেনাপতি ও নিম্ন-পদস্থ দলপতিগণ, আপনাপন স্বার্থ-সাধনোদেণ্ডেই কার্য করিয়াছিলেন । যে শক্তি বলে সামান্য সৈনিক-পুরুষও গোবিন্দের সাধারণ-তন্ত্র রক্ষাকল্পে যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে কুষ্ঠিত হয় নাই, সেই স্বৰ্গীয় শক্তির প্রতি সকলকেই কতকটা ভক্তি প্রদর্শন করিতে হইয়াছিল। তখন সৈন্যগণ একই উদ্দেশুে এবং একই কার্য-সাধন-কল্পে অনুপ্রাণিত। কিন্তু এই সকল সৈন্য পরিচালনায় সেনাপতিগণ অক্ষম ছিলেন। র্তাহারা যুদ্ধ-কার্যে সম্পূর্ণ অনভিজ্ঞ স্বাৰ্ধসাধনই তাঁহাদের একমাত্র উদ্দেশু ছিল। তাহারা অনুচরবর্গের প্রতি বিশ্বাসঘাতকতা করিতেও কুষ্ঠিত ছিলেন না। মৃতরাং এইরূপ উৎসাহশীল সৈন্যগণ দেশদ্রোহী বিশ্বাসঘাতক সেনাপতিগণ কর্তৃক পরিচালিত হইলে, পরিণামে কি-কুফল উৎপন্ন হইতে পারে,—তাহ সহজেই বুঝা যায়। ফলতঃ, যেরূপ ক্ষিপ্র-কারিতা সহকারে কামান-বন্দুক প্রভৃতি যুদ্ধাস্ত্র এবং আহার্য প্ৰব্য বৃহৎ নদীর পরপারে আনীত হইল, তাহা হইতেই এ বিষয় স্পষ্টরূপে প্রমাণিত হইতে পারে। প্রত্যেক শিখ এই যুদ্ধ যেন আপন বলিয়া মনে করিল ; প্রত্যেকেই মজুরের ন্যায় কার্য করিতে লাগিল । যুদ্ধ সময়ে অস্ত্র-শস্ত্ৰ কামান-বন্দুকাদি চালানায়ও তাহারা অভ্যস্ত ছিল। প্রত্যেকেই কামান-বন্দুক বহন করিল ; বলদ ও উচ্চালকরূপে কার্য করিতে লাগিল ; এবং আনন্দোল্লাসে পৈাতে মাল বোঝাই এবং খালাস করিতেও কুষ্ঠিত হইল না। তাহারা বিত্তভোগী সৈন্যের ন্যায় অপটু অলস কিংবা অবাধ্য ছিল না । বহু আয়াস ও যত্ন-পোষিত বিত্তভোগী সৈন্য দেশের জন্য কিংবা বিদেশী প্রভুর মঙ্গল-কামনায় কদাচ অকুপ্রাণিত হয় না। কিন্তু শিখ-জাতি স্বদেশের স্বজাতির মঙ্গলকামনায় অকাতরে প্রাণদান করিতে প্রস্তুত হইল। ‘খালসা" সৈন্য প্রত্যেকেই কার্যকুশল ও দৃঢ়মনা। কিন্তু তাহারা কখনও এরূপ দুর্ধর্ষ শক্রর সন্মুখীন হয় নাই। এশিয়া-খণ্ডের সর্বত্রই যুদ্ধে জয়লাভ করিয়া ইংরাজ সৈন্ত প্রসিদ্ধ হইয়াছিল। শিখজাতি ইংরাজসৈন্তের ভয়ে স্বভাবতঃই ভয় পাইত ; তজ্জন্য তাঁহাদের যুদ্ধ-কৌশল এবং সামরিক কতকাংশে পরিবর্তিত হইয়াছিল। এক্ষণে শিখ সৈন্ত সিন্ধুনদ অতিক্রম করায় AE HCCC DBBB D DDDD DDD DB BBBBBBB BB BDDD BDDBB BDD BBBBBBB DD DDSBBB B BBBBBBBDD DDD DD DDD DBBBBS BDS স্থাপিত হইয়ণপতি পদে বরিত হন। r,