পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ OAL কামনগুলিও আকৃতিতে শিখদিগের কামান অপেক্ষা অনেক ছোট ছিল।৩৬ কিন্তু বৃটিশসৈন্যের সৌভাগ্যে ও বিজয়-শ্ৰী লাভে প্রগাঢ় বিশ্বাস ছিল ; কুতরাং দশ গুণ অধিক সৈন্যের বিরুদ্ধে সিপাহী-সৈন্য আনন্দোল্লাসে যাত্রা করিতে প্রস্তুত হইল। ২১শে ডিসেম্বর মধ্যাহ্নকালে পূর্বোক্ত সৈন্য সার জন লিটারের সৈন্যের সহিত মিলিত হইল। এই স্থান শক্রগণের সেনানিবাস হইতে চারি মাইল দূরে অবস্থিত। আক্রমণের বিস্তৃত বর্ণনা বিন্যাস করিতে কিছু বিলম্ব ঘটিল। সূর্যাস্তের পর এক ঘণ্টার মধ্যেই যুদ্ধ আরম্ভ হইল। আত্মবিশ্বাসী ইংরাজগণ পরিশেষে অভিন্সিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। ইংরাজ সৈন্য যুগ-পদ্ধতিতে যুদ্ধ-যাত্রা করিল ; চির-প্রসিদ্ধ গোলন্দাজ সৈন্য অবিচ্ছিন্নভাবে গোলাগুলি বর্ষণ করিতে লাগিল। শিখদিগের কামানসমূহ প্রবলবেগে অগ্নি উদগারণ করিতে আরম্ভ করিল ; তাঁহাদের একটা লক্ষও ভ্ৰষ্ট হইল না। তাঁহাদের পদাতিক সৈন্য স্থসজ্জিত কামান শ্রেণীর মধ্যে ও পশ্চাদ্ভাগে শ্রেণীবদ্ধ হইয়া দণ্ডায়মান হইল । তাহারা অবিচলিতভাবে সৈন্য-বিন্যাসের মধ্য হইতে অশ্বিাস্ত গুলি বর্ষণ করিতে লাগিল । ইংরাজসৈন্য কখনও এরূপ প্রবল শত্রুর সম্মুখীন হয় নাই, কিংবা কখনও এরূপ কঠোর বাধা প্রাপ্তির আশাও করে নাই। সকলেই বিস্ময়ে চমকিত হইয়াছিল। কামান অবতারিত হইল ; যুদ্ধোপকরণ বৃথা ব্যয়িত হইল ; কতক বা আকাশে নিক্ষিপ্ত হইল ; বৃটিশ সৈনের দল ভঙ্গ হইতে লাগিল ; দলে দলে সৈন্য পশ্চাৎ হটিয়া গেল ; কিন্তু প্রত্যেক সৈন্যদল বিধ্বস্ত ও পরাজিত হইল। অবশেষে স্বর্যাস্তের পর বিপক্ষ দলের অধিকৃত স্থানের কতকাংশ অধিকৃত হইল। তমসাচ্ছন্ন রজনীর গাঢ় অন্ধকারে এবং অবিচ্ছিন্ন ঘোরতর যুদ্ধে ইংরাজ সৈন্যের মধ্যে দারুন বিশৃঙ্খলা উপস্থিত হইল। বিভিন্ন দলের বিভিন্ন অস্ত্রধারী সৈন্য সকলেই এক সঙ্গে মিশিয়া গেল। সেনাপতিগণ তৎসম্বন্ধে কিছুই জানিতে পারিলেন না, এবং আপনাপন কৃতকার্যতার বিষয়ও তাহারা অনুভব করিতে পারেন নাই। কর্ণেলগণ জানিতে পারিলেন না, র্তাহীদের অধীনস্থ সৈন্যগণের বিরূপ দুর্দশা উপস্থিত হইয়াছে। অথবা তাহারা যে সৈন্য-শ্রেণীর অংশ সেই সৈন্যেরই বা কি পরিণাম ঘটিয়াছে, তাহাও তাঁহাদের জানিবার অবসর হইল না। শত্রু-পক্ষীয় সৈন্য শ্রেণীর কতকাংশ তখনও অটল অচলভাবে দণ্ডায়মান ছিল। শিখদিগের যে কামানগুলি শক্রহস্তে পতিত হয় নাই, তাহারা সেই ৩৬। শিখগণ এবং লাহোরের ইংরাজ-কর্মচারিগণ সকলেই একবাক্যে স্বীকার করিয়াছেন,ফিরসহরের যুদ্ধে ১২টা ক্ষুদ্র ক্ষুদ্র সৈন্যদল নিযুক্ত হইয়াছিল। বস্তুতঃ, তাহাই সত্য বলিয়া অনুমান হয়। গবর্ণর-জেনারেল এবং সেনাপতি ( জঙ্গীলাট ) উভয়ের প্রতীতি অনুসারে জানা যায়শতক্রর পশ্চিম তীরে ৬০ হাজার সুসজ্জিত সৈন্ত সমবেত হইয়াছিল ; কিন্তু তাহীদের সেরূপ অনুমিতি ভ্ৰমমূলক। লর্ড গাফ বলেন, কয়েকটি ক্ষুত্র পদাতিক সৈন্য ছাড়া, জারও ৩• সহস্ৰ অশ্বারোহী সৈন্য সহ তেজ সিং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। তিনি আরও বলেন, ২২শে ডিসেম্বরের যুদ্ধে তাহার সহিত কতকগুলি আগ্নেয়ন্ত্রিও ছিল। স্বতরাং ফিঙ্কলহর রক্ষণার্থ অতি অল্প সংখ্যক সৈন্যই অবশিষ্ট ছিল। ১৮৪৫ খৃষ্টাব্দের ২২শে এবং ৩১শে ডিসেম্বরের "ডেস্প্যাচ দ্রষ্টব্য।