পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9br শিখ-ইতিহাস ২৭শে জানুয়ারী, তিনি চাঁহোরে আগমন করেন ; শিখদিগের অধিনায়কগণের প্রাণে একতা ও উৎসাহ সম্পাদন, তাহার উদ্বেগু ৪৪ তেজ সিংহের সৈন্যদল অশেষ উৎসাহে পুনরায় শতদ্রু নদী অতিক্রম করিল। পূর্বোক্ত সেতু এইবার বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল ; তাহাতে বৃটিশ সৈন্যদলের সম্মুখে শিখদিগের একটি স্বৰূঢ় সেনানিবাস স্থাপিত হইল। শিখগণ পুনরায় শত্রুদিগের অধিকার মধ্যে পতিত হইয়া, যুদ্ধ চালাইবে বলিয়া মনে হইল। কিন্তু গোলাপ সিং বিলম্বে আসিয়া পৌছিলেন ;–এ সময় শিখগণ যশোগৌরবের উচ্চচূড়ায় আরোহণ করিয়াছিল ; কিন্তু পরবর্তীকালের পরাজয়ের এবং অধীনতা স্বীকারে শীঘ্রই তাহাদিগকে সে গৌরবভ্রষ্ট হইতে হয়। ২২শে জানুয়ারী রাত্রিযোগে রণজোর সিং, বাদোয়াল হইতে শতদ্রু নদীর নিকটবর্তী একটি স্থানে যাত্রা করিলেন। ঐ স্থান লুধিয়ান হইতে ১৫ মাইল দক্ষিণে অবস্থিত। নদী পার হইবার জন্য পথ অনুসন্ধানে তিনি অবিলম্বে কতকগুলি নৌকা সংগ্ৰহ করিলেন । র্তাহার এই অভিযানের উদ্দেশ্য জানা যায় না । শিখগণ র্তাহার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই বলিয়াই হয়তো তিনি এইরূপ করিতে বাধ্য হইয়াছিলন । তৎকালে শিখদিগের কয়েকটি মাত্র স্থায়ী সৈন্যদল ছিল ; অবশেষে প্রধান সৈন্যদল হইতে কতকগুলি কামান এবং চারিদল ( ব্যাটালিয়ন) পদাতিক সৈন্য আসিয়া পূর্বোত্ত শিখ-সৈন্যদলের সহিত যোগদান করিল। ইহাতে তাঁহাদের সৈন্য-সংখ্যা প্রায় পঞ্চদশ সহস্ৰ বৃদ্ধি প্রাপ্ত হইল। এদিকে বিপক্ষদলের পরিত্যক্ত স্থানসমূহ এক্ষণে সার হারি স্মিথ অধিকার করিয়া বসিলেন । ক্রমে শিখদিগেরও যেমন সৈন্যদল পুষ্ট হইতে লাগিল, পক্ষান্তরে ইংরাজদিগের প্রধান সৈন্যদল হইতে একদল পদাতিক সৈন্য আসিয়া তাহাদেরও দলপুষ্ট করিল। ২৮শে জানুয়ারী সেনাপতি সার হারি স্মিথ এগার সহস্র সৈন্য লইয়া অগ্রসর হইলেন ; শত্রুদিগের সহিত যুদ্ধ, কিংবা আপনার অধিকৃর্ত স্থানের দৃঢ়তা সম্পাদন, অথবা অবস্থা বুঝিয়া সেই স্থানের ধ্বংস সাধনই তাহার উদ্দেশু। শিখগণ প্রায় দশ মাইল দূরে অবস্থিত ছিল ; অৰ্দ্ধপথ অগ্রসর হইয়া সার হারি স্মিথ জানিতে পারিলেন,—গুংগ্রানার দুর্গ পুনস্থদ্ধার অথবা জাগরাওনের নিকটবর্তী নগরসমূহ অধিকারের জন্য সমস্ত বা কতকাংশ শিখ-সৈন্য দৃঢ়তার সহিত অগ্রসর হইতেছে। ইংরাজসৈন্যের মধ্যে পরস্পর সংবাদ আদান প্রদানের জন্য যমুনার নিকটবর্তী স্থানে যে আডড ছিল, জাগরাওন ও গুংগ্রানা তাহার অতি সন্নিকটেই অবস্থিত। অতঃপর ইংরাজ-সৈন্য এক অধিত্যকার প্রাপ্তভাগে আসিয়া উপনীত হইল। এই অধিত্যক অধিক দূর বিস্তৃত আৰ্দ্ৰ ভূখণ্ডকে মেখলার স্থায় বেষ্টন করিয়া আছে; সেই নিম্নভূমির মধ্য দিয়া অনির্দিষ্ট বক্রগতিতে শতদ্রু নদীর ক্ষীণপ্রণালী প্রবাহিত হইতেছে। এই -o as। গোপনীয় পরামর্শ সভার নিকট ১৮৪৬ খৃষ্টাব্দের ৩রা ফেব্রুয়ারী গবর্ণর জেনারেলের পত্র glū I (Compare the Governor General's letter to Secret Committee. 3rd February, 1846.