পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ \אסטס ভয়ে সম্রস্ত । বস্তুতঃ, স্বার্থ-সাধনের জন্যই রাজা আপনার অসহায় অবস্থায় বিষয় ইংরাজদিগের নিকট কতকটা অতিরঞ্জিত ভাবে বর্ণন করিলেন। ক্রমে সময় সঙ্কীর্ণ হইয়া আসিল ; তখন ইংরাজ নামের গৌরব রক্ষার্থ লাহোরের সহিত অনতিবিলম্বে এক সন্ধি স্থাপনের আবশুকতা ইংরাজ পক্ষের সকলেই উপলব্ধি করিতে পারিলেন । পরিশেষে উভয় পক্ষ একমত হইয়া, এক সিদ্ধান্তে উপনীত হইলেন । স্থির হইল, ইংরাজগণ শিখ-সৈন্ত আক্রমণ করিবেন ; যুদ্ধে শিখ-সৈন্য পরাজিত হইলে, লাহোরগবর্ণমেণ্ট প্রকাশুভাবে তাহাদিগকে পরিত্যাগ করিবেন । তাহারা আপনাদের গবর্ণমেণ্টের নিকট কোনই সাহায্য প্রাপ্ত হইবে না। আরও স্থিরীকৃত হইল যে, শতদ্রু নদী অতিক্রমকালে ইংরাজদিগকে কেহই কোন বাধা প্রদান করিবেন না, এবং বিজয়ী ইংরাজগণ যাহাতে অবাধে রাজধানী লাহোরে উপনীত হইতে পারেন, তাহার সকল ব্যবস্থাই সামন্তগণ নির্দেশ করিয়া দিবেন। এইরূপ অবস্থায়, লজ্জাস্কর ষড়যন্ত্রে এবং আত্মরক্ষণোপোযোগী নীতি অনুসারে স্বত্ৰাওনের যুদ্ধ সংঘটিত হইয়াছিল।** শতক্ৰ নদীর পূর্ব তীরস্থিত পরিখাবেষ্টিত দুর্গে ক্রমে ক্রমে বহুসংখ্যক শিখ সৈন্য আসিয়া সমবেত হইল। তখন দেখা গেল, অধিকাংশ শিখসৈন্য এই দুর্গে অবস্থিত। প্রবল উদ্দীপনার সঙ্গে সঙ্গে অবসর ক্রমে তাহারা সেই দুর্গের আয়তন উত্তরোত্তর: বৃদ্ধি করিয়াছিল। সেই দুর্গ প্রাকারের চতুর্দিকে ৬৭টি কামান স্থসজ্জিত অবস্থায় রহিয়াছে, দেখা গেল। তৎকালে পয়ত্রিশ সহস্ৰ শিখ-সৈন্য সেই দুর্গে অবস্থিতি করিতেছিল। সম্ভবতঃ তাহাদের প্রকৃত সৈন্য-সংখ্যা সর্বশুদ্ধ ২ • সহস্ত্রের অধিক নহে ; অধিকন্তু সেই পরিবর্তিত সৈন্যসংখ্যার অধিকাংশই স্থায়ী সৈন্য নহে। এই দুর্গ নির্মাণে কৌশলের অভাব ছিল । সৈন্য এবং সেনাপতিগণের মধ্যে একতা ছিল না। এই বহুকালব্যাপী যুদ্ধের সময়, প্রত্যেক যুদ্ধে সৈন্যগণ প্রাণপাত চেষ্টা করিয়াছিল ; কিন্তু সেনাপতিগণ কোনরূপ রণ-নৈপুণ্যের পরিচয় প্রদান করেন নাই। র্তাহারা সর্বসময়ে এবং সর্ববিষয়ে নিথর নিশ্চল অবস্থায় কলিযাপন করিয়াছিলেন । শিখসৈন্যের মধ্যে কর্মীলোকের এবং সাহসী পুরুষের অভাব ছিল না ; কাৰ্যকুশল সৈন্যও তাঁহাদের মধ্যে বহুসংখ্যক ছিল। কিন্তু সেই সকল সৈন্য-পরিচালনার কিংবা অহাদিগকে উৎসাহিত করিবার কেহই ছিল না ;–প্রত্যেক নিম্নপদস্থ সেনানায়ক নিজ নিজ রণ-নৈপুণ্য এবং শক্তি সামর্থে নির্ভর করিয়া যথাসাধ্য সৈন্যের অগ্রভাগ রক্ষা করিয়াছিল। সৈন্য-শ্রেণীর কেন্দ্রস্থলে এবং বাম পার্থে প্রধানতঃ শিক্ষিত পদাতিক সৈন্য ছিল ; একটি মানুষের ৪৭। ১৮৪৬ খৃষ্টাব্দের ১৯শে ফেব্রুয়ারী গুপ্ত-মন্ত্রণ সভায় গবর্ণর জেনারেল যে পত্রাদি প্রেরণ করেন, agro state of (Compare the Governor-General's letter to the Secret Committee of the February, 1846) গোলাপ সিংহের সহিত সন্ধি-প্রস্তাব সম্পর্কে যে পত্রাজি লেখা হয়, DBB DDDDD BBHH BDDD DDDD DDDBBDDD DDD DDDDDD DDD S DDDD ठांशंब्ररे $tझथ कब्र हऍल ।