পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OL% শিখ-ইতিহাস উচ্চতার সমপরিমাণ উচ্চস্থানে, সেই সৈন্যশ্রেণীর কেন্দ্রস্থলে এবং বামপাশ্বে সারি সারি কামান স্থসজ্জিত ছিল ; সেই উচ্চ স্থান হইতে যুদ্ধ করায়, শিখদিগের অনেক স্ববিধ হইয়াছিল। সৈন্য-শ্রেণীর পুরোভাগের বিস্তৃত পরিখা বিনা আয়াসে লম্ফ প্রদান করিয়৷ সেই পরিখা উল্লঙ্ঘন করা, সশস্ত্র সৈনিক পুরুষের পক্ষে অত্যন্ত দুরূহ। সময়ে সময়ে সৈন্যশ্রেণীর অধিকাংশ সেই বাধ বা পরিখার অন্তরালে অবস্থান করিয়া দেখিতেছিল যে, সেখানে কোন প্রহরী না থাকিলেও, লক্ষভেদী অব্যর্থ-সন্ধান গোলন্দাজ সৈন্য তথায় নিবিঘ্নে আশ্রয় গ্রহণ করিতে পারে ; এবং সেখানে তাহার বিপদাশঙ্কাও অতি অল্প । দক্ষিণ পাশ্বস্থিত সৈন্যদল প্রধানতঃ সেই ভাবই প্রকাশ করিতে লাগিল ; নদী-তীরবর্তী বালুক প্রাকারের অসম্বন্ধ অবস্থা হেতু তথায় কোনরূপ প্রাচীর উত্তোলন বা নির্মাণ করাও সহজসাধ্য নহে; বিশেষ কৌশল এবং পরিশ্রম ব্যতিরেকে সেই স্থানে প্রাচীর নির্মাণ করা অসম্ভব । যাহারা স্থায়ী সৈন্যদল ভুক্ত নহে, তাহার এইরূপ অসুবিধার প্রতীকারে অনভ্যস্ত ; সেই সকল অশিক্ষিত অনিয়মিত শিখ-সৈন্য, সেই সঙ্কট-স্থলে স্থাপিত হইয়াছিল। দক্ষিণ-পাশ্বাস্থত সৈন্যদলের প্রহরী-স্বরূপ দুই শত ‘জাম্ব ব্রাক’ বা শিকারী সৈন্য তৎপার্থে দণ্ডায়মান ছিল। কিন্তু এই সৈন্যদল কামানসমূহ হইতেও কিয়ৎপরিমাণ সাহায্য প্রাপ্ত হইয়াছিল ; অধিকন্তু শতদ্রু নদীর পরপারে সে সমুদায় বৃহৎ কামান ছিল, তাহাতেও এই সৈন্যদলকে অনেকাংশে সহায়তা করিয়াছিল।১৮ তেজ সিং এই দুর্গস্থিত সৈন্যের সেনাপতি ছিলেন ; এবং শতদ্রু নদীর আরও উত্তরাংশে লাল সিং অতি অসম্বন্ধ-ভাবে বিশৃঙ্খলার সহিত একদল অশ্বারোহী সৈন্য পরিচালনা করিতেছিলেন । ইংরাজদিগের একদল অশ্বারোহী সৈন্য, লাল সিংহের গতিবিধি এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করিতেছিল। আলিওয়ালের যুদ্ধের পর, শিখসৈন্য কিছু নিরুৎসাহিত হইয়াছিল। নির্মল-সলিল শতদ্রুর খরস্রোতে নাচিতে নাচিতে যে সকল মৃত দেহাবশেষ ভাসিয়া যাইতেছিল, সেই সকল মৃত শিখ সৈন্যের প্রতি দৃষ্টিপাত করিয়া তাহারা আরও মর্মাহত হইয়াছিল । স্ব-দেশবাসী, স্ব-ধর্মাবলম্বী, সহচর ও সমব্যবসায়ী শিখদিগের ভাসমান মৃতদেহের প্রতি কোনরূপ বীরোচিত সম্মান প্রদশিত হয় নাই মনে করিয়া, তাহারা অধিকতর ক্ষুব্ধ হইতে লাগিল। কিন্তু আত্মবিশ্বাসী ৪৮। সাধারণতঃ সকলের বিশ্বাস,– স্বব্ৰাওনের দুর্গ-পরিখা নির্মাণে উভয়ের পরামর্শ ছিল । একজন ফরাসী সেনাপতি এবং একৃজন স্পেনীয় সেনাপতি উভয়ে পরামর্শ করিয়া, এই দুর্গ পরিখা নির্মাণ করিয়াছিলেন ; কিন্তু সে বিষয়ে বিশ্বাস স্থাপন করা যাইতে পারে না। ফরাসী এবং ইটালিয় সেনাপতিগণের শিক্ষা চাতুর্ষে শিখ-সৈন্য রণনিপুণ এবং কার্যকুশল হইয়াছিল, সে মন্তব্যও বিশ্বাসযোগ্য নহে। সাহসী স্পেনীয় বীর হারবন এবং ফরাসী সেনাপতি মৌটন তৎকালে স্বত্ৰাওনে ছিলেন ; এবং যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন,—তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। কিন্তু তাহার একদল রেজিমেন্ট কিংবা একদল "ব্রাইগেন্ড' সৈন্যদলের উপরই আধিপত্য বিস্তার করিতে সমর্থ হইয়াছিলেন ; তব্যতীত জন্য কোথায়ও তাহাঁদের প্রভাব বিস্তৃত হয় নাই। কিন্তু সৈন্য শ্রেণীর মধ্যে কখনও বৈজ্ঞানিক কৌশল কিংবা মতের अकठी "ब्रिमृडे इग्न नाहे । -