পাতা:শিখ-ইতিহাস.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ ●¢ፃ . পরিতৃপ্ত হইবে,-ভারতের সর্বত্রই সেই ভাব পরিস্ফুট। কিন্তু এক্ষণে শিখগণ পাখিৰ শক্তির কঠোর হস্তে সংহত হইল ; নূতন জাতির অভু্যদয়ে সর্বত্র নূতন ভাবে পরিব্যপ্ত হুইয়া পড়িল ; সঙ্গে সঙ্গে জনসাধারণের উচ্চাকাঙ্ক্ষা লোপ পাইতে লাগিল। কিছুকাল পর্যন্ত এই বিশৃঙ্খলাস্রোত বৰ্ধিত রহিল। নূতন নূতন উচ্ছ্বাসে মনে নূতন নূতন চিন্তা স্থান লাভ করিল। তাঁহাতে বোধ হইতে লাগিল, হয়তো কোন সময়ে কোন অজ্ঞাতনামা অবতার জন্মগ্রহণ করিয়া, নূতন ধর্মনীতি প্রচার করিবেন ; তাহাতে জেন্দাভেস্ত এবং সিবিলাইন লিভস-এর অতল তলে বিস্তুতি-সাগরে বেদ এবং কোরণ প্রবর্তিত ধর্মকে নিক্ষেপ করিবে। কিন্তু তাঁহাতে জ্ঞান এবং সন্নীতির একটি আলোক-রেখা সম্ভবতঃ বিলীন হইবে না ; যে বিশ্বাস বলে খৃষ্টধর্মাবলম্বী শাসনকর্তগণের সত্যত সমলকৃত, সেই জ্ঞাননীতিই তাঁহার প্রবর্তক । আশাকরি, ইংলণ্ডের শাসন প্রণালী নিষ্ফল হইবে না যে কারণে ভারতে অসংখ্য প্রজার প্রাণে ব্যাথার সঞ্চার হয়, তাহার নিগূঢ় তথ্য অনুসন্ধান করিয়া, সেই ব্যথা নিবারণের উপায় উদ্ভাবন করিলে, ইংলণ্ডের যশোগৌরবের নবীন জোতি উদ্ভাসিত হইবে ;—ইংলও বংশপরম্পরার নিকট কৃতজ্ঞতা লাভ করিবে। যাহাতে দেশের প্রকৃত উপকার সাধিত হয়, তদ্রুপ বিধি-বিধানের প্রবর্তনায় লোকের উদ্বেগ-অশান্তি দূর করিতে পারলে, নূতন উদ্দীপনায় নৃতম পথে পরিচালিত হইয়া, জনসাধারণ নিঃসঙ্কোচে সত্য-ধর্মের প্রাধান্ত স্বীকার করিবে ; এবং স্বাধীনতা ও উন্নতিবিধায়ক সভ্য গবর্ণমেণ্টের অনুগত হইবে, সন্দেহ নাই।