পাতা:শিখ-ইতিহাস.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় শিখযুদ্ধ శ్రీశ్రీశ్రీ প্রতিষ্ঠিত। তিনি মূলরাজকে পদত্যাগ করিতে নিষেধ করিলেন,—পুনর্বিবেচনা করিয়া দেখিতে কহিলেন। কিন্তু মূলরাজ অহা শুনিলেন না; তিনি যথারীতি লাহোর দরবারে পদত্যাগ-পত্র প্রেরণ করিলেন । রেসিডেন্ট লরেন্স সে পদত্যাগ-পত্র মজুর সম্বন্ধে বাধা দিলেন ; মূলরাজের কয়েকটি সর্তে কোন-ক্রমেই স্বীকার হওয়া যায় না বলিয়, তিনি আপত্তি তুলিলেন। এইরূপে কিছু দিন কাটিয়া গেল অত:পর পুনরায় মূলরাজ রেসিডেন্টের নিকট আর এক আবেদন পত্র প্রেরণ করিলেন ; এবং তিনি যে কি জন্য দেওয়ানী পদ পরিত্যাগ করিতে চাহিতেছেন, পত্রে তাহার দুইটী প্রধান কারণ উল্লেখ করিলেন। সে কারণ দুইটী এই ;–প্রথমতঃ পঞ্জাবে নূতন বাণিজ্য শুদ্ধ স্থাপিত হওয়ায়, তাহার রাজস্ব আদায়ে সমূহ বিঘ্ন ঘটয়াছে। দ্বিতীয়তঃ,সংপ্ৰতি প্রজাবৰ্গ লাহোর-দরবারের নিকট পূনবিচার প্রার্থনার স্বত্ব লাভ করিয়াছে; তাহার ফলে, তাহার ক্ষমতা বিশেষ কমিয়া গিয়াছে; রাজস্ব সংগ্রহে তিনি আর কাহারও প্রতি কোনরূপ পীড়ন করিতে পারিতেছেন না। প্রধানতঃ শেষোক্ত কারণেই মূলরাজ পদত্যাগ করিতে প্রস্তুত । যেহেতু, পূর্বে তাহার আয়ের পথ বিস্তৃত ছিল ; কিন্তু এক্ষণে পুনর্বিচারের ক্ষমতা-হেতু সে পথ সীমাবদ্ধ হইয়া গিয়াছে। সে ক্ষেত্রে মুলতান প্রদেশের কোনও অভিযোগে দরবার যদি আর কৰ্ণপাত না করেন, তাহা হ’লে মূলরাজ পদত্যাগ-পত্র প্রত্যাহার করিতে প্রস্তুত আছেন । যাহা হউক, তাহার এ প্রস্তাব গ্রাহ হইল না। স্বতরাং তিনি পদত্যাগেই দৃঢ়প্রতিজ্ঞ হুইলেন। পরন্তু এই সময়ে রেসিডেন্টের নিকট তিনি দুইটা প্রার্থনা জ্ঞাপন করিলেন – প্রথমতঃ, তাহাকে একটা ‘জায়গীর দেওয়ায় বিষয় স্বীকার করা হউক ; দ্বিতীয়তঃ, তদ্বিষয়ে কোনও শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত, তাহার পদত্যাগ-পত্রের বিষয় গোপন রাখা হউক। 'জায়গীর দেওয়া সম্বন্ধে রেসিডেণ্ট অবশ্য পাকাপাকি কোনও উত্তর দিতে পারিলেন না ; পরন্তু ঐ প্রার্থনার বিষয় বিশেষরূপ বিবেচনা করা হইবে, এইমাত্র আশ্বাস দিলেন । তবে মূলরাজের পদত্যাগ-পত্রের বিষয় যে গোপন রাখা হইবে, তৎসম্বন্ধে তিনি প্রতিঙ্গ-বন্ধ হইলেন । ঐ পদত্যাগ-পত্রের বিষয় রেসিডেন্টের অধীনস্থ রাজনৈতিক বিভাগের কর্মচারিগণ এবং ব্রিটিশ-গবপ্লমেণ্ট মাত্র জানিতে পারিবেন, লাহোর দরবারকে ঐ বিষয় কদাচ জানান হইবে না,—তখন ইহাই স্থির হইয়া গেল । ১৮৪৮ খৃষ্টাব্দের ৬ই মার্চ সার ফ্রেডারিক কারি লাহোরের রেসিডেন্ট পক্ষ প্রাপ্ত হইলেন। তাহার আগমনের পূর্বে মিঃ লরেন্স পুনরায় মূলরাজকে এক পত্র লিখিলেন ; মূলরাজ এখনও যদি পদত্যাগ করিতে কুষ্ঠিত হন, তিনি অনায়াসে আপন পদত্যাগ-পত্ৰ ফিরাইয়া লইতে পারেন,—লরেন্সের পত্রের ইহাই মর্ম। কিন্তু মূলরাজের মানসিক দৃঢ়তা তখনও অক্ষুন্ন রহিল ; তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করিতে স্বীকৃত হইলেন না । অতঃপর নূতন রেসিডেন্ট তার ফ্রেডারিক কারি মূলরাজের পদত্যাগ-পত্রের বিয়য় আলোচনা করিতে আরম্ভ করিলেন ; তিনি দরবারের সহিত ঐ সম্বন্ধে পরামর্শ করিতে চাহিলেন । মিঃ লরেন্স কিন্তু তৰিষয়ে ঘোর আপত্তি উত্থাপন করিলেনঃ দরবারের নিকট ঐ পত্র গোপন রাখা হইবে বলিয়া তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন, তাহা জ্ঞাপন করিলেন । কিন্তু