পাতা:শিখ-ইতিহাস.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় শিখ-যুদ্ধ ՓՆԴ পাইয়াও ব্রিটিশপক্ষভুক্ত শিখ-শাসনকর্তৃগণ কিন্তু নিরস্ত হইতে পারিলেন না। তাহারা জানাইলেন যে,-ব্রিটিশ-সৈন্তের সহায়ত ব্যতীত মূলরাজকে দমন করা তাহাজের সাধ্যাতীত ; যাহারা ব্রিটিশ কর্মচারিদ্বয়কে মূলতানে হত্যা করিয়াছিল, তাহাদিগকেও দণ্ড-বিধানের আশা স্বদূরপরাহত। শিখ-সম্প্রদায়ের এবংবিধ উত্তরে অগত্যা রেসিডেন্টকে একটু বিচলিত হইতে হইল ; তিনি সে সঙ্কল্প পরিত্যাগ করিয়া, তাৎকালিক প্রধান সেনাপতি লর্ড গাফকে সিমলা শৈলে এক পত্র লিখিলেন। পত্রে লিখিত হইল,— “রাজনৈতিক পদ্ধতি-ক্রমে বিচার করিতে গেলে, এবং বৃটিশ-ভারতের হিত কামনা করিলে, মূলতানের দিকে সৈন্য-প্রেরণ আবশুক । সে হিসাবে, লাহোর দরবারের অধীনস্থ সৈন্তগণের সাহায্য না লইয়া, মুলতান দুর্গ জয় এবং নগর অধিকার করাই শ্রেঞ্চ । সেখানে শত্রুপক্ষের সহায়তায় যাহারা বাধা প্রদান করিবে, তাহাদিগকে দমন করিতে হইবে । বর্তমান অবস্থায় সেরূপ যুদ্ধে প্রবৃত্ত হওয়ার কর্তব্যাকর্তব্য বিষয়ে, সামরিক নীতি অনুসারে আপনিই বিচার করিবেন।” রেসিডেন্ট, মূলতানে যুদ্ধ বাধা সম্ভব বলিয়া মনে করিয়াছিলেন । কিন্তু সেনাপতি লর্ড গাফ অন্যমত প্রকাশ করিলেন। তিনি উত্তর দিলেন,—“যদিও মূলতানের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় বৎসরের এরূপ সময়ে জয়লাভের নিশ্চয়তা নাই, তথাপি জয়লাভ সম্পূর্ণ অসম্ভব বলিয়াও মনে করি না। এই যুদ্ধ যদি অধিক কাল স্থায়ী হয়,—আমাদিগের অভীষ্ট-লাভে যদি বিলম্ব ঘটে,— তাহা হইলে, আমাদের বহুসংখ্যক সৈন্যের প্রাণনাশ সম্ভাবনা । তাহাতে বহু নৈতিক ক্ষতিরও সম্ভাবনা ; ভবিষ্যতে আমরা যে সকল যুদ্ধব্যাপারে প্রবৃত্ত হইব মনস্থ করিয়াছি, আমি আশঙ্কা করি, ইহাতে তৎপক্ষে বিপরীত ফল ফলিতে পারে।” সেনাপতির এই মতের সহিত গবৰ্ণর জেনারেলেরও মতানৈক্য ঘটিল না । স্থতরাং প্রস্তাবিত যুদ্ধ কিছুকালের জন্য স্থগিত রহিল। সিন্ধু নদের পূর্ব তীরে ডের ফতে খ৷ নামক স্থানে লেফটেনাণ্ট এডওয়ার্ডস অবস্থিতি করিতেছিলেন । ২২ এপ্রিল সন্ধ্যার সময় মিঃ এগনিউএর প্রেরিত সাহায্য-প্রার্থনাপত্র তাহার নিকট উপস্থিত হইল। সে পত্র পাইয়া, তিনি আর স্থির থাকিতে পারিলেন না। ডেরা-ফতে খ হইতে মুলতান ১০ই মাইল দূরে অবস্থিত ৷ মধ্যে লেও নদী পার হইতে হয়। এডয়ার্ডস সত্বর মূলতান অভিমুখে সৈন্য-পরিচালনার বন্দোবস্ত করিলেন। ०२ मण नमांउिक, ७९० खन अश्वांटब्रांशे, छ्हें दूश्९ कांशांन ७ष९ २० ि“छांबूद्रक” বা ক্ষুদ্র কামান সেই অভিযানে বৃহৎ যাত্রা করিল । জেনারেল ভ্যান কটল্যাণ্ড বায় নামক স্থানে শিখ-দরবারের অধীনে সেনাপতিপদে নিযুক্ত ছিলেন। সেখানে লেফটেনাণ্ট টেলারের নিকট একদল পদাতিক সৈন্য এবং ৪টি কামান পাঠাইবার জন্য প্রয়ে লেখা হইল। ২৪শে এপ্রিল তারিখে লেফটেনাণ্ট এডওয়ার্ডস সসৈন্যে নদী উত্তীর্ণ হইয় 'লেও অভিমুখে অগ্রসর হইলেন। তাহার আগমনের সংবাদে, মূলরাজের অধীনস্থ শাসনকর্তা, 'লেও পরিত্যাগ: করিয়া চলিয়া গেলেন ; বিন বাধা-বিপত্তিতে এডওয়ার্ডল সেই স্থান অধিকার করিয়া বসিলেন। অতঃপর এডওয়ার্ডস্ ওখায় সেনু