পাতা:শিখ-ইতিহাস.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিখ-ইতিহাস אוט কিন্তু শীঘ্রই তাহার সে বিশ্বাস ব্যর্থ হইল ; এবার মূলরাজ স্বয়ং তাহাতে.প্রতিবাদী হইলেন , দুর্গ আক্রান্ত হটবার পূর্ব তিনি পুনরায় এক যুদ্ধের জন্য আয়োজন করিলেন। সাদৃশাম নামক গ্রামের নিকটে ১লা জুলাই ঘোর যুদ্ধ আরম্ভ হইল। মূলরাজ স্বয়ং সৈন্য পরিচালনায় প্রবৃত্ত হইলেন ; প্রায় দ্বাদশ সহস্র সৈন্য র্তাহার পক্ষাবলম্বন করিয়া দৃঢ়তা সহকারে যুদ্ধ করিতে লাগিল । অনূ্যন অষ্টাদশ সহস্ৰ স্বশিক্ষিত মুসলমান সৈন্য এই সময়ে ইংরাজ পক্ষে যোগদান করিল । কামান এবং যুদ্ধোপকরণের প্রাচুর্যেও ইংরেজপক্ষের শ্রেষ্ঠত্ব লক্ষিত হইল। বৃটিশ-পক্ষে ২২টি কামান, এবং শিখদিগের ১০টি কামান ; তথাপি অনেক ক্ষণ যুদ্ধ চলিল । অবশেষে এ যুদ্ধে অধিক লোকক্ষয়ের সম্ভাবনা মনে করিয়া, মূলরাজ প্রত্যাবৃত্ত হইলেন; তাহার সৈন্যদল সকলেই মূলতানের দুর্গাভিমুখে অগ্রসর হইল । সাজুশামের যুদ্ধে জয় লাভ করিয়া, অধিকতর উদ্যমের সহিত ইংরেজ মূলতান আক্রমণের উদ্যোগ করিতে লাগিলেন।