পাতা:শিখ-ইতিহাস.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Robre শিখ-ইতিহাস হইলেন। সেনাপতি লর্ড গাফ, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইয়া চন্দ্রভাগা নদীর দিকে সৈন্ত পরিচালনা করিতে আরম্ভ করিলেন । শতদ্রু নদীর পূর্বতীরে দেড় মাইল অস্তরে রামনগর পল্লীর সন্নিকটে শের সিংহ শিবির সন্নিবেশ করিয়া অবস্থিতি করিতেছিলেন । নদীর বক্রগতি নিবন্ধন এই স্থানটি একটি দ্বীপরূপে পরিণত হইয়াছিল। দুই দিক দিয়া নদীর জল-প্রবাহ প্রবাহিত লইয়া যেখানে সম্মিলিত হয়, তাহারই মধ্যস্থলে শিখ সৈন্য অবস্থান করিতেছিল । বর্ষার সময় উহার চারিদিকেই জলরাশি বিস্তৃত থাকিত ; অন্তসময়ে পূর্বদিকের জলস্রোত শুকাইয়া গিয়া স্থানে স্থানে বালুকাস্তুপ সজ্জিত হইত। পশ্চিম পার্থের প্রধান জলপ্রবাহ গভীর এবং বিস্তৃত। শিখগণ প্রধানতঃ নদীর পশ্চিমকুল এবং পূর্বোক্ত দ্বীপটি অধিকার করিয়া অবস্থিত ছিল। পূর্বতীরেও শিখদিগের সৈন্য এবং কামান ছিল বলিয়া পরিচয় পাওয়া যায়। যুদ্ধক্ষেত্রে অগ্রসর হইয়া লর্ড গাফ, প্রথমেই শিখদিগকে আক্রমণ বা স্থানচ্যুত করিবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হইলেন। একদল পদাতিক সৈন্য সহ ব্রিগেডিয়ার ক্যাম্বেলকে { লর্ড ক্লাইড ) অগ্রসর হইবার জন্য আদেশ করা হইল। র্তাহার সঙ্গে সঙ্গে একদল অশ্বারোহী সৈন্য এবং অশ্ববাহিত কামানসহ তিন দল গোলন্দাজ সৈন্য ব্রিগ্রেডিয়ার কিওরটনের অধীনে পরিচালিত হইতে লাগিল। কিন্তু রামনগরে উপস্থিত হইয়া ইংরেজগণ দেখিলেন, শিখ সৈন্য সে স্থান পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। স্বতরাং তাহারা নদীর দিকে আরও অগ্রসর হইতে লাগিলেন। শিখ সৈন্তের, প্রকৃত সন্ধান না লইয়া অথবা তষিয়ে উপযুক্তরূপ অমুসন্ধিৎস্ব না হইয়া, অগ্রসর হইতে গিয়া, ইংরেজ-পক্ষ বিপদে পতিত হইলেন। র্তাহাদের সম্মুখেই শিখগণের অটশটি কামান শ্রেণীবদ্ধভাবে সজ্জিত ছিল ; ইংরেজপক্ষ অগ্রসর হইতেছে দেখিয়া, শিখগণ গোলাবর্ষণ আরম্ভ করিল। অগ্রসর হইতে গিয়া, ইংরেজ-পক্ষের গোলন্দাজগণের গতি রুদ্ধ হইল। ইংরেজের একটি কামান শিখগণ কাড়িয়া লইল । ইংরেজ সৈন্য পশ্চাৎ হটিয়া আসিতে বাধ্য হইল। এই সময় ইংরাজদিগের যুদ্ধোপকরণপূর্ণ দুইখানি গাড়ি উল্টাইয়া নদীর জলে পড়িয়া গেল। এইবার নবোৎসাহে উৎসাহিত হইয়া তিন হাজার হইতে চারি হাজার অশ্বারোহী শিখ-সৈন্ত ইংরাজ-পক্ষকে আক্রমণ করিবার জন্য ধাবমান হইল। কিন্তু সে আক্রমণে বিপরীত ফল ফলিল ; কর্ণেল হাভলেক পরিচালিত সৈন্যদলের গুলির আঘাতে শিখগণকে সে যাত্রা পযুদস্ত হইতে হইল। কিন্তু তাহাতেও শিখগণ নিরস্ত হইল কি ? তাহার দ্বিতীয় বার ও তৃতীয় বার আক্রমণ করিল। সে আক্রমণে ইংরেজপক্ষ আবার বিচলিত হইয়া পড়িলেন। লর্ড গাফ, ইংরাজ পক্ষকে প্রত্যাবৃত্ত হইবার জন্য আদেশ করিলেন। গডিয়ার কিওরটন সৈন্যগণের মধ্যে সেই আদেশ প্রচার করিবার জন্য অগ্রসর হইতেছেন ; কচিৎ তাহার মুখ হইতে আদেশ-বাক্য নিঃসারিত হইয়াছে —ইতিমধ্যে সহসা শিখ-সৈন্যের নিক্ষিপ্ত গুলিতে তিনি মৃত্যুমুখে পতিত হইলেন। দেখিতে দেখিতে, বিপক্ষের অস্ত্রাঘাতে কর্ণেল হাভ,লকেরও মৃত্যু হইল। কাপ্তেন ফিজজেরাল্ড সাংঘাতিক জপে আহত হইলেন। ইংরেজ-শিবির বিষাদের ঘনছায়ায় সমাচ্ছন্ন হইল।