পাতা:শিখ-ইতিহাস.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামনগর এবং চিলিয়ানওয়ালার যুদ্ধ ასr© ইংরেজের বহু সৈন্য এই যুদ্ধে নিহত হইল ; অবশেষে সত্য সত্যই ইংরেজপক্ষ পৃষ্ঠ প্রদর্শনে বাধ্য হইলেন। এই যুদ্ধে শিখগণ ইংরেজের চারিটি কামান এবং বহু যুদ্ধোপকরণ কড়িয়া লষ্টল। পূর্ব পূর্ব যুদ্ধে শিখগণের নিকট হইতে ইংরেজগণ যে সকল কামান কাড়িয়া লইয়াছিল, এই যুদ্ধে শিখপক্ষ সেই সকল কামানেরও অনেকগুলি উদ্ধার করিল। এই যুদ্ধ ইতিহাসে “চিলিয়ানওয়ালার" যুদ্ধ নামে প্রসিদ্ধ। শিখগণ যেরূপ দৃঢ়তা ও সাহসের সহিত চিলিয়ানওয়ালায় যুদ্ধ করিয়াছিল, ভারতের ইতিহাসে তাহা চিরস্মরণীয় হইয়া আছে। এই যুদ্ধে ইংরেজের যে বিষম ক্ষতি হইয়াছিল, ভারতের কোন যুদ্ধে আর কখনও ইংরেজ তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই। এই যুদ্ধে ইংরেজের ২৪০০ জন অফিসার সৈন্য, এবং তিনটি সৈন্যদলের বহু সৈন্য নিহত হইয়াছিল। বুঝি বা এমন বিপর্যয় ইংরেজের ভাগ্যে আর কখনও ঘটে নাই। শিখগণও যে এই যুদ্ধে কিয়ৎ পরিমাণ ক্ষতিগ্রস্ত না হইয়াছিল, তাহা নহে। তবে ইংরেজের তুলনায় তাহাদের ক্ষতি যে অতি অল্পই হইয়াছিল, তাহ বলাই বাহুল্য। কিন্তু আশ্চর্য্যের বিষয়, ইংরেজ ঐতিহাসিকগণ বলেন, চিলিয়ানওয়ালার যুদ্ধে কোনও পক্ষের জয়-পরাজয় নির্ণত হয় নাই; শিখগণই বরং এই যুদ্ধে পরাজয়-স্বীকার করিয়াছিল। ইংরেজগণ যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিতে বাধ্য হইলেন ; তাহাদের প্রধান প্রধান সেনানায়কগণ এবং প্রায় অৰ্দ্ধেক সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করিল ; ইংরেজের কামানগুলি শিখগণ কাড়িয়া লইল ; অথচ, ইংরেজ বলেন, এ যুদ্ধে জয়-পরাজয় নির্ণয় হয় নাই ! কিমাশ্চৰ্য্যমত:পরম্ ফলতঃ ইংরেজ এখন চিলিয়ানওয়ালার পরাজয়-কাহিনী যতই ঢাকিয়া রাখিবার চেষ্টা করুন, ইংরেজের এ পরাজয় ঢাকিবার নহে। চিলিয়ানওয়ালার যুদ্ধে ইংরেজ সৈন্য বিপর্যস্ত হইলে, ইংলণ্ডে যে কি ঘোর আতঙ্কের সঞ্চার হইয়াছিল, ইতিহাস পাঠক অনেকেই তাহ অবগত আছেন । এমন কি, প্রধান সেনাপতি লর্ড গাফ কে স্থানান্তরিত করির সার চার্লস নেপিয়রকে তৎপদে প্রতিষ্ঠিত করিবার ব্যবস্থাও ইংলণ্ডের কতৃপক্ষগণ এই সময় স্থির করিতে বাধ্য হইয়াছিলেন। এ সকল কথা ইংরেজের ইতিহাসেই বর্ণিত আছে ; যুদ্ধের যে বর্ণনা ইংরেজের ইতিহাসে প্রকাশ পাইয়াছে, তাহারই সার মর্ম উপরে প্রকাশিত হইল। জয়-পরাজয়ের পরিচয়, বিচক্ষণ পাঠক, ইংরেজের বর্ণনা হইতেই উপলব্ধি করিতে পারিবেন। কথায় বলে,-“সব ভাল, যার শেষ ভাল।" শেষ-যুদ্ধে ইংরেজ-পক্ষ জয়লাভ করিয়াছিলেন ; স্বতরাং পূর্ববর্তী যুদ্ধে তাহাদের জয়-পরাজয় যাহাই হউক, সকলই তাহাদের ‘জয়লাভ' মধ্যে গণ্য হইয়া গিয়াছে।