পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্জাবের পরিণাম اويr 6چ প্রাপ্ত হইয়া, ইতিপূর্বে প্রকাগুভাবে শিখপক্ষ অবলম্বন করিয়াছিলেন। ১৫ শত আফগান অশ্বারোহী সৈন্য সহ, এই সময়ে তিনিও আসিয়া শের সিংহের সহায়তায় প্রবৃত্ত হইলেন। এইরূপে শিখগণের সৈন্যসংখ্যা ইংরেজের অপেক্ষা অধিক হইলেও, ইংরেজপক্ষ কিন্তু বিচলিত হইলেন না। ইংরেজপক্ষের সৈন্যগণ সকলেই স্বশিক্ষিত এবং ইংরেজের কামানবন্দুক প্রভৃতিও প্রচুর। সে তুলনায়, শিখগণ ইংরেজের নিকট কতক্ষণ দাড়াইতে পারিবে ? তাহাদের সৈন্যসংখ্যা অধিক হইলেও, ইংরেজের কামান, বন্দুকের প্রবল প্রবাহে তাহা ভাসিয়া যাইবে না কি ? বিশেষতঃ ইংরেজের ষড়যন্ত্রে শিখ-শিবিরে গৃহশক্ররও কমি ছিল না । সৈন্যদলের মধ্যেও কত জন যে ইংরেজের গুপ্তচরক্কপে অবস্থান করিতেছিল, তাহাই বা কে বলিতে পারে ? ফলতঃ এইবার শের সিংহের ভীষণ অগ্নিপরীক্ষার দিন উপস্থিত হইল। বোধ হয় শের সিংহও বুঝিতে পারিলেন, বোধ হয় ইংরেজও উপলব্ধি করিলেন,—এইবার শিখ-শৌর্য্যের অবসানের দিন ঘনাইয়া আসিয়াছে ! চিলিয়ানওয়ালা হইতে দক্ষিণ-পূর্বে লাহোরের পথে গুজরাট নগর অবস্থিত। ২১শে ফেব্রুয়ারী শের সিংহের সৈন্যদল গুজরাটে আলিয়া শিবির স্থাপন করিল। সেই সৈন্যদলের দক্ষিণপাশ্বে একটি নালা ছিল ; শের সিংহ সেই নালার পার্শ্বে কামান সজ্জিত করিলেন। তাহাদিগের বাম পার্থে নগরের পূর্বধারে একটি ক্ষুদ্র নদী প্রবাহিত ; সেই নদীটি উজীরাবাদের দিকে চন্দ্রভাগার সহিত মিলিত হইয়াছে। সৈন্যদলের দুই পাশ্বে দুইটি জলপ্রবাহ বিদ্যমান থাকায়, তদ্বারা যেন শের সিংহের সৈন্যদলের পরিখার কার্য সাধিত হইতে লাগিল। ইংরেজ সেনাপতি লর্ড গাফ, ইতিপূর্বেই শের সিংহের অনুসরণ বরিয়া আসিতেছিলেন ; নিকটস্থ হইয়া, তিনি আক্রমণের স্বযোগ অনুসন্ধান করিতে লাগিলেন। দুই পাশ্বের দুইটি জলপ্রবাহ শের সিংহের পরিধার কার্য করিলেও, লর্ড গfফ, দেখিলন, দুই জলপ্রবাহের মধ্যস্থলে তিন মাইল পরিমিত এক বিস্তৃত প্রাঙ্গণ বিদ্যমান। সেই প্রাঙ্গণের পথে কোনই স্বাভাবিক বাধা-বিঘ্ন নাই। সেই পথে অগ্রসর হইলে, অনায়াসেই শের সিংহের সৈন্যদল বিপর্যন্ত হইতে পারে। এই মনে করিয়া, লর্ড গাফ, তদভিমুখে সৈন্য পরিচালনার ব্যবস্থা করিলেন । এ সময় তিনি বহু বলে বলীয়ান ; তাহাকে সাহায্যের জন্য নানা স্থান হইতে নানা সৈন্যদল আসিয়া উপস্থিত হইয়াছে। সেনাপতি এইচ ড,গুজ, বোম্বের সৈন্যদল পরিচালনা করিতেছেন ; তাহার সঙ্গে সিন্ধিয়ার অশ্বারোহী সৈন্য লইয়া জোসেফ থাকওয়েল এবং একদল অশ্বারোহী সহ ব্রাইগেডিয়ার হোয়াইট যোগদান করিয়াছেন। তাহারা শিখসৈন্যের বামপাশ্ব বেষ্টন করিয়া দণ্ডায়মান হইলেন। মেজর ব্লডের অধীনে কাপ্তেন ডানকান এবং হাসের অশ্বারোহী সৈন্যদল, পূর্বোক্ত বৃটিশসৈন্যদলের সাহায্যার্থ পরিচালিত হইতে লাগিল। এদিকে দক্ষিণ পার্থেও প্রবলৰূপে আক্রমণের ব্যবস্থা চলিল। ব্রাইগেডিয়ার-জেনারেল ক্যাম্বেলের পরিচালিত পদাতিক সৈন্যদল, মেজর লাডলো ও লেফটুনান্ট রবার্টসন পরিচালিত গোলন্দাজ সৈন্যগণ এবং অন্যান্য বহু সৈন্য, শিখসৈন্যের দক্ষিণ-পাশ্ব ঘেরিয়া দাড়াইল । নালার পশ্চিম পার্থে ૨૮: