পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$® পরিশিষ্ট তুমি স্বর্গে বা নরকে পৌঁছিতে পার,— স্বৰ্গ এবং নরক সম্বন্ধে তোমার জ্ঞান জন্মিতে পারে ; ( জন্ম এবং মৃত্যু সম্বন্ধে তোমার অভিজ্ঞতা লাভ হওয়া সম্ভব । ) কিন্তু ঈশ্বর ব্যতীত কেহই মুক্তি প্রদানে সমর্থ হইবে না। নানক,—‘রত্নমালা” ( আদি গ্রন্থের অতিরিক্ত বা পরিশিষ্ট ) । জগদীশ্বরের চরণে যে আত্ম-সমর্পণ করিয়াছে ;– তাই এক ঈশ্বর ব্যতীত তার চক্ষে আর অন্ত কোন মহাজন দৃষ্টগোচর হয় না। রাম, রহিম, পুরাণ এবং কোরাণ প্রভৃতির বহু উপাসক আছে, সন্দেহ নাই ;– কিন্তু তাহার নিকট অন্ত কেহই ভক্তির পাত্র নহে। স্থতি, শাস্ত্র এবং বেদ অনেক বিষয়ে পরস্পর মত বিরোধী ;– কিন্তু সে কিছুতেই কর্ণপাত করে না। হে জগদীশ্বর । আপনার অনুগ্রহেই সকলই সংঘটিত হইয়াছে,— আমার অনুষ্ঠিত কিছুই নহে। গোবিন্দ,—“রাই রাস” | ১১ । সন্ন্যাস পম । যে গৃহী * কোনরূপ অন্যায় কার্য করে না, যে সর্বদাই সৎকার্যের অনুষ্ঠান করিয়া থাকে, যে অকাতরে দান-ধর্ম আচরণ করে, সেই গৃহীই পুত সলিলা গঙ্গার ন্যায় পবিত্রাত্মা । নানক,—“আদিগ্রন্থ", "রামকালী রাগিনী’। একাগ্রচিত্তে ঈশ্বরকে ডাকিলে, গৃহীই হউক, আর সন্ন্যাসী হউক,—তাহাদের মধ্যে ८कांनरै श्रृंॉर्षक7 नांदे । - নানক,—“আদিগ্রন্থ", “আশা রাগিনী।” গৃহস্থাশ্রমে থাকিয়া, অস্তরে উদাসী হও,—কিছুতেই লিপ্ত হইও না। উমার দাস,-“আজিগ্রন্থ,” ঐরাগ। ★ जर्षीं९ हेश्ब्रांजी छांबांब्र पर्वषांजक नयनांग्न छिब्र, गांथांब्र१ cथनैौज छरैनक बाखि ; cष बाडि खौवप्नब्र नांथांब्र१ कर्डवा नन्छन्त्र क८ब्र । vç«