পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিগ্রন্থের পরিশিষ্ট । o ভাই গুরুদাস ভালে কর্তৃক নালকের ধর্মমত প্রচার-পদ্ধতি । এ জগতে হিন্দুদিগের চারিটি জাতি এবং মুসলমানদিগের মধ্যে চারিটি সম্প্রদায় al lui তাহারা সকলেই ঘোর স্বার্থপর, ঈর্ষাপরতন্ত্র এবং আত্মাভিমানী ছিল । হিন্দুগণ, বারাণসী ক্ষেত্রে ও গঙ্গানদীর তীরে এবং মুসলমানগণ কায়াবায় বাস করিত। মুসলমানগণ স্ব-ধর্মোক্ত সংস্কার-অনুষ্ঠান অনুযায়ী কার্য করিয়া আপনাদিগের ধর্ম বজায় রাখিত ; অন্ত পক্ষে হিন্দুগণ যজ্ঞোপবীত এবং তিলক ধারণ করিয়া আপনাপন ধর্ম সমর্থন করিত। হিন্দুগণ রামকে উপাসনা করিত ; মুসলমানগণ রহিমের প্রতি অনুরক্ত ছিল। হিন্দু ও মুসলমান, রাম এবং রহিমকে অভিন্ন বলিয়া মনে করিত বটে ; কিন্তু উভয় জাতিই উপাসনা প্রণালী জানিত না ; তাহারা পথ হারাইয়া ভ্ৰমে পতিত হইয়াছিল। সেই জন্য বেদ এবং কোরাণ পরিত্যাগ করিয়া, প্রলোভনবশতঃ তাহারা সংসারজালে আবদ্ধ হইতে লাগিল । এক দিকে সত্য পড়িয়া রহিল, ব্ৰাহ্মণ এবং মোল্লাগণ অন্ত দিকে সত্য-ধর্ম লইয়া পরম্পর বাদ-প্রতিবাদ,—তর্ক-বিতর্ক করিতে লাগিল ; স্বতরাং তাহারা কেহই মুক্তিলাভে সমর্থ হইল না । Q sk 拿 so 聯 赛 皋 春 * 皋 জগদীশ্বর (সত্য বা ধর্ম সম্বন্ধে) অভিযোগ শুনিতে পাইয়া, নানককে পৃথিবীতে প্রেরণ করেন । - o নানক পৃথিবীতে আসিয়া এক প্রথা প্রবর্তন করিলেন যে, শিষ্যগণ গুরুর পদপ্রক্ষালন করিয়া সেই পাদোদক পান করিবে ।

  • সৈয়দ, শেখ, মোগল এবং পাঠান প্রভৃতি মুসলমানদিগের চারিটি জাতি, এস্থলে চারিটি সম্প্রদায় बणिब्रां चखिश्ठि श्रेब्रांप्इ ; अषर हिन्यूक्tिब्र क्रांब्रिाँ जाठि वा वरrनब्र गश्ठि फांशप्नब्र छूजन कब्र श्रेब्रांप्इ । बखठः, नाथांब्रगंठः कषिठ इब्र, भूमजबानषिcभद्र का*ि* जांखि वा नच्यषीप्प्रब्र मध्षा ●रेब्रग छूनना 'शबांब-श्छद्र थांबशव' चक्रग। भूगगनांनशिtणब्र ऋश अब्रनयष निषिक । *