পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দণ্ডবিধি \9ዳት যাহারা ঈশ্বরোপসনা করে, তাহারা সকলেই মুক্তিলাভ করিবে । হে নন্দলাল ! যাহা বলা হইতেছে, শ্রবণ কর ; আমি আমার নিজের অনুশাসন প্রতিষ্ঠিত করিব, চারি জাতি পরম্পর মিলিয়া এক জাতি হইবে, সকলকেই “ওয়া গুরু",—এই স্তোত্র পাঠ করিতে শিখাইবে । গোবিন্দের শিষ্য শিখগণ সকলেই অশ্বারোহণে ধাবমান হইবে, তাঁহাদের হস্তোপরি সর্বদা বাজ পক্ষী থাকিবে, ( অর্থাৎ তাহাদের সন্ধান অব্যর্থ হইবে । ) তুর্কগণ তাহাদিগকে দেখিয়া পলায়ন করিবে । এক একজন শিখ সহস্ৰ সহস্ৰ শত্রুর সম্মুখীন হইবে ; এইরূপে যাহার মৃত্যু হইবে, সেই ব্যক্তিই অনন্ত হুখের অধিকারী । প্রত্যেক শিখের সিংহদ্বারে সুসজ্জিত হস্তী এবং বর্শ হস্তে অশ্বারোহী দণ্ডায়মান রহিবে, তখন সেই সিংহদ্বারের উপরিভাগে স্বমধুর সঙ্গীত ধ্বনি হইতে থাকিবে। যখন সহস্ৰ সহস্র বাতি একত্র প্রজলিত হইয়া উঠিবে, পূর্ব ও পশ্চিম খণ্ডে খালসার আধিপত্য বিস্তৃত হইবে। তখন “খালসা" একাধিপত্য শাসন দণ্ড পরিচালনা করিবে, খালসার গতি কেহই রোধ করিতে সমর্থ হইবে না । তখন বিদ্রোহীদিগের ধ্বংস অনিবার্য, এবং যাহারা অনুগত তাহারা অশেষ অমুহভাজন হইবে । ત્રનન નક્રિમિકે শিখদিগের কতকগুলি সম্প্রদায় বা উপাধির তালিকা । ( এ স্থলে আরও কতকগুলি নাম বা উপাধি সন্নিবিষ্ট রহিল। বস্তুতঃ সেগুলি কোন কোন সম্প্রদায়ের প্রকৃত পার্থক্যব্যঞ্জক না হইলেও, তাহীদের নামোল্লেখ এস্থলে আক শুক । ) - ১ম। "উদাসী",-নানকের পুত্র, শ্ৰীচাঁদ কর্তৃক এই সম্প্রদায় প্রতিষ্ঠিত। উদাসিগণ প্রকৃত শিখ-পদবাচ্য নহে বলিয়া, উমার দাস তাহাদিগকে আপনার শিশুসম্প্রদায়ভূক্ত করেন নাই। |