পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিশিষ্ট সার ডেভিড অক্টারলোনি প্রচারিত, ১৮০৯ খ্ৰীষ্টাব্দের ঘোষণা পত্র। জেনারেল সেন্ট লেজারের মোহারাঙ্কিত এবং কর্ণেল সার ডেভিড অক্টারলোনির স্বাক্ষর এবং মোহরযুক্ত ঘোষণা পত্র বা “ইতিলা নামে" ; ১২২৩ হিজেরা অব্দের ২৩শে জি হিজে বা ১৮০১ খ্ৰীষ্টাব্দের ৯ই ফেব্রুয়ারী তারিখে লিখিত । মহারাজ রণজিৎ সিংহের অধিকৃত রাজ্যের সীমাস্তে বৃটিশ সৈন্য শিবির সন্নিবেশ করায়, এইরূপ অনুষ্ঠানের জন্য মহারাজকে বৃটিশ গবর্ণমেণ্টের উদ্দেশু জ্ঞাপন করা আবশুক। এতদুদ্দেশ্বেই এই ঘোষণা পত্র প্রচারিত হইল। এই ঘোষণা প্রচারে মহারাজের সামন্তবৃন্দকে বৃটিশ গবর্ণমেণ্টের মনোভাব জানান যাইতেছে যে, মহারাজের সহিত মিত্রতাবন্ধন দৃঢ় করাই বৃটিশ গবর্ণমেণ্টের প্রধান এবং একমাত্র উদ্দেশু। যাহাতে মহারাজের অধিকৃত রাজ্যের কোনরূপ অনিষ্ট না হয়, তদুপায় বিধানও বৃটিশ গবর্ণমেণ্টের অন্যতম সংকল্প। যে যে সর্তে উভয় গবর্ণমেণ্টের মধ্যে বন্ধুত্ব চিরদিন বর্তমান থাকিবে এবং উভয় গবর্ণমেণ্টের মধ্যে মিত্রতা স্থাপন যে যে সর্তের অধীন, নিয়ে সেই সর্তসমূহ বিবৃত হইল ;– o শতদ্রু নদীর পূর্ববতীরস্থিত খায়, খাপুর এবং অন্তান্ত স্থানের দুর্গাভ্যন্তরস্থ যে সকল ‘খান’ মহারাজের অধীনস্থ ব্যক্তিবৃন্দের হস্তে সমপিত হইয়াছে, অবিলম্বে সেই সকল থানা সমূলে উৎপাটিত হইবে ; এবং সেই সকল স্থান তাহাদের পূর্বত্তন স্বত্বাধিকারিগণের হস্তে সমপিত হইবে । শতক্ৰ অতিক্রম করিয়া পূর্ব তীরে যদি কোন অশ্বরোহী এবং পদাতিক সৈন্যদল আসিয়া থাকে, অবিলম্বে সেই সকল সৈন্যদলকে মহারাজের রাজ্যে প্রত্যাবর্তন করিতে আদেশ প্রদান করা হইবে । বে সকল সৈন্যদল ফিলোরের অন্তর্গত ঘাট আগুলিয়া শিবির স্থাপন করিয়া আছে, সেই সকল সৈন্ত অবিলম্বে তথা হইতে শতদ্রুর পশ্চিম তীরে গমন করিবে । শতদ্রুর পূৰ্ব্বতীরবর্তী যে সকল সামন্ত আপনাপন অধিকৃত থান সমূহের নিরাপদের জন্য বৃটিশগবর্ণমেণ্টের আশ্রয় গ্রহণ করিয়াছেন, ভবিষ্যতে মহারাজের সৈন্তগণ কখনও সেই সকল সামস্তের অধিকৃত রাজ্যে প্রবেশ করিতে পারিবে না ; কিংবা মহারাজ সেই সকল রাজ্য কখনও আক্রমণ করিতে প্রয়াসী হইবেন না ; ষে নিয়ম অনুসারে বৃটিশ গবর্ণমেন্ট শতকর