পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q૨ পরিশিষ্ট ব্যক্তি এই সর্তের নিয়মে বাধ্য হইবেন ; এবং রীতিমত দস্তক বা পাশ-পত্র ব্যতিরেকে শতদ্রু নদী অতিক্রম করিবেন না । ৫ম সর্ত। কোন পণ্য দ্রব্যের উপর কি হারে শুষ্ক ধার্য করা আবগুক, তৎসংক্রান্ত একখানি শুদ্ধ বা মাণ্ডলের তালিকা প্রস্তুত করা হইবে ; তাহাতে বিভিন্ন প্রকারের পণ্যদ্রব্যের নির্দিষ্ট শুষ্ক-হার নিৰ্দ্ধারিত থাকিবে । তৎপরে উভয় গবর্ণমেণ্ট সেই তালিকা অমুমোদন করিলে, তাঁহাই আদর্শরূপে পরিগণিত হইবে । বাণিজ্য-শুদ্ধ-তত্বাবধায়কগণ এবং সংগ্রহকারী সকলেই সেই নিয়মে কার্য করিবেন ; তদনুসারেই তাহারা পরিচালিত হইবেন। - ৬ষ্ঠ সর্ত। এক্ষণে বাণিজ্য-ব্যবসায়ীদিগকে এই নূতন বাণিজ্য-পথ অবলম্বনের জন্য আহবান করা যাইতেছে ; তাহারা অকপট বিশ্বাসে নিঃসন্দেহে এই বাণিজ্য-পথে গমনাগমন করিতে পারিবেন। কেহই তাহাদিগকে বিপন্ন করিবে না, কিম্বা অনর্থক তাহদের গতিরোধ করিতে সমর্থ হইবে না। তবে নির্দিষ্ট নিয়মানুসারে প্রতিষ্ঠিত ষ্টেশনে বা শুদ্ধ-সংগ্রহের কার্যস্থানে, বাণিজ্য-শুল্ক আদায়ের জন্য অযথারূপে নির্ধারিত সময়ের অতিরিক্ত কাল পর্যন্ত আবদ্ধ না থাকেন, উৎপক্ষে সর্বপ্রকার সতর্কতা অবলম্বিত হইৰে । ৭ম সর্ত। বাণিজ্য-শুল্ক সংগ্রহের জন্য এবং পণ্যদ্রব্য যথানিয়মে পরীক্ষার্থ যে সকল কর্মচারী কার্যভার গ্রহণ করিবেন, তাহাদিগকে শতদ্রুর পশ্চিম তীরবর্তী মিথেনকোটে এবং হারিকিতে থাকিতে হইবে ; উপরোক্ত দুইটি স্থান ব্যতীত অপর কোন স্থানে, নদী-গর্তস্থিত বাণিজ্য-পোতগুলি আবদ্ধ হইবে না, কিম্বা তাহাদের পণ্যদ্রব্য পরীক্ষিত হইতে পারিবে না। মাল বোঝাই কিংবা মাল খালাসের জন্য যদি পোতবাহী বা পণ্যজাতের রক্ষণাবেক্ষণে ভারপ্রাপ্ত ব্যক্তিগণ, স্বেচ্ছাক্রমে কোন স্থানে পোতের গতিরোধ করেন, তাহা হইলে অত্র সন্ধি-পত্রের দ্বিতীয় সর্ত অনুসারে পণ্যদ্রব্য নামাইবার পূর্বে স্থানীয় পণ্যগুদ্ধের হারে মহারাজের গবরমেণ্টকে শুল্ক প্রদান করিতে হইবে । মিথেনকোটে কোটে যে স্বপারিন্টেণ্ডেণ্ট বা তত্ত্ববিধায়ক থাকিবেন, তিনি পণ্য-দ্রব্যসমূহ পরীক্ষা করিয়া তাহার উপর শুষ্ক ধার্য করুিবেন ; দস্তক বা পাশ-পত্ৰও উহাকেই প্রদান করিতে হইবে। সেই পাশ-পত্রে পণ্যদ্রব্য এবং তাহার উপর ধার্য শুদ্ধের সমস্ত বিবরণ সন্নিবদ্ধ থাকিবে। সেই বাণিজ্যপোত হারিকিতে পৌঁছিলে, তত্ৰত্য স্বপারিন্টেণ্ডেণ্ট বা তত্ববধায়ক, পণ্যদ্রব্যের সহিত সেই দস্তক বা পাশ-পত্র মিলাইয়া দেখিবেন ; তথায় কোন অতিরিক্ত পণ্য দৃষ্ট হইলে, তিনিই সেই অতিরিক্ত পণ্যের জন্য নির্দিষ্ট হারে অতিরিক্ত শুষ্ক আদায় করিবেন ; অবশিষ্ট পণ্যের শুষ্ক পূর্বেই মিথেনকোটে সংগৃহীত হওয়ায়, সে গুলি বিনা