পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণিজ্য সংক্রান্ত অতিরিক্ত সন্ধি & Co. ৰোৰাই মালের পরিমাণ বা মূল্যের কোনরূপ উল্লেখ না করিয়া, সেই সকল পোত এবং নৌকার উপর ৫৭• টাকা “টোল” বা বাণিজ্য-শুষ্ক নিৰ্দ্ধারিত হইবে । শতদ্রুর উভয় তীরে ভিন্ন ভিন্ন গবর্ণমেণ্টের যে সকল স্বতন্ত্র রাজ্য আছে, সেই সকল রাজ্যের পরিমাণ অনুসারে, উপরোক্ত শুষ্ক ৰ্তাহাদিগকে নিজ নিজ অংশমত বিভাগ করিয়া দেওয়া হইবে। দ্বিতীয় সর্ত। শতদ্রুর উভয় তীরে লাহোর মহারাজের যে সকল রাজ্য আছে, সেই রাজ্যের স্বত্বাধিকার অনুযায়ী উপরোক্ত শুন্ধের যে অংশ মহারাজ পাইবেন, তাহা নিম্নলিখিত তালিকামতে নিৰ্দ্ধারিত হইল । সমুদ্র হইতে রোপার অভিমুখে, মিথেনকোটের বিপরীত দিকে, যে সকল বাণিজ্যপোত আসিবে, তাহাদের উপর নিদ্ধারিত গুদ্ধের কতকাংশ মহারাজ পাইবেন ; এবং রোপার হইতে সমুদ্রাভিমুখে যে সকল পোত গমন করিবে, হারিকী পেটেনের সন্নিকটে সেই সকল পোতের উপর মহারাজ সেই কর ধার্য করিতে পরিবেন ; অন্য কোন স্থান হইতে মহারাজ শুদ্ধ গ্রহণ করিতে পরিবেন না ;– শতদ্রু এবং সিন্ধুনদের পশ্চিম তীরে সিন্ধুনদ এবং শতদ্রু নদীর পূর্ব তীরে মহারাজের যে সকল রাজ্য আছে, তাহার মহারাজের যে রাজ্য আছে, সেই সকল অধিকার স্বত্বে মহারাজ, একশত পঞ্চান্ন রাজ্যের অধিকার স্বত্ব হেতু মহারাজের টাক চারি আনা পাইবেন । বাণিজ্য-শুল্কের অংশ,—সাতষট্টি টাকা পনের আনা নয় পাই মাত্র। তৃতীয় সর্ত। ভিন্ন ভিন্ন প্রদেশের বাণিজ্য-শুদ্ধ আদায়ের স্ববিধার জন্য বাণিজ্যসংক্রান্ত কোন বিবাদ বিসম্বাদ উপস্থিত হইলে, তদ্বিষয়ে সত্বর ও সস্তোষজনক মীমাংসার অভিপ্রায়ে এবং নূতন পথে বাণিজ্যের উৎকর্ষ সাধনের জন্য, মিথেনকোটের পরপারে একজন বৃটিশ কর্মচারী অবস্থিতি করিবেন ; এবং হারিকীপেট্রেনের পরপারে বৃটিশ গবর্ণমেণ্টের পক্ষ হইতে, একজন দেশীয় এজেণ্ট বা প্রতিনিধি নিযুক্ত হইবেন । লুধিয়ানার বৃটিশ এজেণ্টের আজ্ঞানুসারে তাহাদিগকে কার্য নির্বাহ করিতে হইবে । অন্যান্য রাজ্যের পক্ষ হইতে বাণিজ্যপোত পরিচালনা-সংক্রাস্ত কার্যাবলী পর্যবেক্ষণের জন্য যে সকল এজেন্ট নিযুক্ত হইবেন, তর্থাৎ ভাওয়ালপুর, সিন্ধুপ্রদেশ এবং লাহোর প্রদেশের এজেন্টগণ, পূর্বোক্ত কর্মচারিগণের সহিত একযোগে কার্য করবেন। চতুর্থ সর্ত। বণিকগণ সময়ে সময়ে তাহাদের পণ্যদ্রব্য লুষ্ঠিত হইয়াছে বলিয়া মিথ্য অভিযোগ উপস্থিত করে ; অথচ সেই সকল দ্রব্য কখনও তাঁহাদের চালানী মালের অন্তর্গত ছিল না । তাহাঁদের সেই প্রতারণা নিবারণ করিবার জন্য, এক্ষণে এইরূপ ব্যবস্থা হইল যে, তাহারা যে সকল চালানী মলি লইয়া যাইবে, ‘দন্তক’ বা পাশপত্র ( Pass port) লইবার সময় তাহাদের চালানী মালের মধ্যে যে যে জিনিব ছিল,