পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ● পরিশিষ্ট তাহার বিশ্বাসযোগ্য প্রমাণ প্রদর্শন করিতে বাধ্য হইবে, এবং দস্তকের সহিত সেই প্রমাণের প্রতিলিপি সংযুক্ত থাকিবে । রাত্রিকালে যেখানে তাহাদের বাণিজ্যপোত রক্ষিত হইবে, তত্ৰত্য জমাদারের কিম্বা ভারপ্রাপ্ত কর্মচারীর নিকট তৎক্ষণাৎ তাহাদিগকে সেই বিষয় জানাইতে হইবে ; ইতিপূর্বে মিথেনকোট বা হারিকীতে তাহারা যে দস্তব’ বা পাশ-পত্ৰ পাইয়াছিল, এই সময়ে থানাদারদিগকে তাহ দেখাইয়া, বাণিজ্যপোতের নিরাপদের জন্য থানাদারের সাহায্যপ্রার্থী হইবে। পঞ্চম সর্ত। পণ্যদ্রব্যের পরিমাণ এবং মূল্যের উপর কর নিদ্ধারণ এবং কর আদায় সম্বন্ধে, ১৮৩২ খ্ৰীষ্টাব্দের ২৬শে ডিসেম্বর যে সন্ধি সর্ত ধার্য হয়, সেই সন্ধিসর্তের পঞ্চম, যষ্ঠ, নবম এবং দশম সর্ত এতদ্বারা রহিত হইল। তাহদের পরিবর্তে পূর্বোক্ত সর্তগুলি নিৰ্দ্ধারিত হওয়ায়, সেই সকল সর্ত অনুসারে অতঃপর বাণিজ্য শুল্ক আদায় করা হইবে। বিশেষ দ্রষ্টব্য।--শতদ্রু নদীর পূর্বতীরন্থ প্রদেশের জন্য, মহারাজের করদ সামন্তগণকে এবং বৃটিশ গবর্ণমেণ্টের আশ্রিত রাজন্তবর্গকে যে পরিমাণে অংশ প্রদত্ত হইবে, তদ্বিষয় পরে স্থির করা যাইবে । ত্রয়োদশ পরিশিষ্ট্র ১৮৩৮ খ্ৰীষ্টাব্দে রণজিৎ সিংহ এবং সা-সুজার সহিত ত্রিপক্ষীয় সন্ধি । বৃটিশ গবর্ণমেণ্টের সহকারিতায় এবং সম্মতিক্রমে মহারাজ রণজিৎ সিংহ এবং সা স্বজ-উল-মূলকের সহিত মিত্ৰত স্থাপনের সন্ধিপত্র। ( ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের ২৬শে জুন লাহোরে এই সন্ধিপত্র প্রচারিত, এবং ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের ২৫শে জুন শিমলা শৈলে স্বাক্ষরিত হয়। ) ইতিপূর্বে মহারাজ রণজিৎ সিংহ এবং সা-স্বজীউল মূলকের মধ্যে একটি সন্ধি স্থাপিত হয়। সূচনা এবং উপসংহার ব্যতীত সেই সন্ধিপত্রে চোঁদটি সর্ত ছিল। কতকগুলি বিশিষ্ট কারণ বশতঃ সেই সন্ধির সর্তগুলি পরিপালিত হয় নাই। এক্ষণে ভারতের গবর্ণর জেনারেল রাইট অনারেবল জজ লর্ড অকলাগু, জি, সি, বি মহোদয়, সন্ধি-স্থাপনের ਸ਼ੇਖ ক্ষমতা প্রদান করিয়া, মিষ্টার ডব্লিউ, এইচ, ম্যাক্নাটেন সাহেবকে মহারাজ রণজিৎ সিংহের দরবারে প্রেরণ করিয়াছেন ; দুই রাজ্যের মধ্যে যে বন্ধুত্ব-সম্বন্ধ বিদ্যমান আছে, সেই সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিবার জন্যই পূর্বোক্ত সন্ধির কতকগুলি সর্ত পরিবর্তিত এবং তৎসহ চারিটি নূতন সর্ত সংযোজিত হইল। বৃটিশ গবর্ণমেন্টের সহকারিতায় এবং