পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট্র جد وه) বাণিজ্য-শুদ্ধ সংগৃহীত হইবে ; এবং বাণিজ্য-পোতের উপর শুদ্ধ ধার্য না হইয়া, পণ্যজাতের উপর নিম্নলিখিত হারে সেই শুদ্ধ নিৰ্দ্ধারিত হইবে ;– পুষমিনা - প্রতিমণ – দশ টাকা । অহিফেন a- সাড়ে সাত টাকা । নীল e- আড়াই টাকা । ফল-মূলাদি - এক টাকা । অত্যুৎকৃষ্ট রেশম, মসলিন, চওড়া কাপড় ইত্যাদি ছয় আনা । নিকৃষ্ট রেশম, তুলা, ছিটের কাপড় চারি আনা । পঞ্জাব হইতে রপ্তানি দ্রব্যের উপর । শর্করা, স্বত, তৈল, মাদক দ্রব্য, জিঞ্জার, জাফ্রান এবং তুলা — প্রতিমণ – চারি আন । ३N} *ama 99 - আট আন । শস্ত্যাদি - $ 2 — দুই আনা । বোম্বাই হইতে আমদানি দ্রব্যের উপর। যে কোন প্রকারের দ্রব্যই বোম্বাই হইতে আমদানি হইবে, সর্ব প্রকার দ্রব্যের প্রতিমণের উপর চারি অান হিসাবে বাণিজ্য-শুল্ক গৃহীত হইবে। পঞ্চদশ পরিশিষ্ট । সিন্ধুনদ ও শতদ্রুতে বাণিজ্য-শুল্ক সম্বন্ধে ১৮৪০ খৃষ্টাব্দের চুক্তিপত্র। শতদ্রু এবং সিন্ধুনদের বাণিজ্য তরণীর উপর শুদ্ধ নিৰ্দ্ধারণ সম্বন্ধে বৃটিশ-গবর্ণমেণ্ট ও লাহোর-গবর্ণমেণ্টের মধ্যে সন্ধি। ( ১৮৪০ খ্ৰীষ্টাব্দের ২৭শে জুন ) • ১৮৮৯ সম্বতের ১৪ই পৌষ ( ১৮৩২ খ্ৰীষ্টাব্দে ), কর্ণেল ওয়েডের ( তৎকালে তিনি কাপ্তেন ছিলেন। ) মধ্যবতিতায় উভয় গবর্ণমেণ্টের সম্মতিক্রমে, মিত্রতার নিদর্শন স্বরূপ, খালসা রাজ্যের অন্তর্গত শতদ্রু ও সিন্ধুনদে বাণিজ্য-পোত পরিচালনা স্ববিধার জন্ত, ভারতের গবর্ণর জেনারেল, রাইট অনারেবল লর্ড উইলিয়ম ক্যাভেণ্ডিস বেটিঙ্ক