পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট و وع) লক্ষ্য রাখিয়া, উভয় গবর্ণমেণ্টের মধ্যে পুর্বরূপ মিত্রতা ও একত্ব সম্বন্ধ অক্ষুন্ন রাখিবার জন্ত সকেন্সিল গবৰ্ণর-জেনারেল বারবর চেষ্টা করিয়া আসিতেছেন । ভূতপূর্ব মহারাজ শের সিংহের উত্তরাধিকারিরূপে শিশু দলীপ সিংহকে বৃটিশ-গবর্ণমেণ্ট মহারাজ বলিয়া স্বীকার করিয়াছেন ; সেই শিশু মহারাজের নিঃসহায় অবস্থার বিষয় স্মরণ করিয়া, এ পর্য্যন্ত গবর্ণর জেনারেল প্রতি বিষয়েই অত্যধিক পরিমাণে সহিষ্ণুতার পরিচয় দিয়া আসিতেছেন। পঞ্জাবের প্রজাবৰ্গকে রক্ষা করিবার, এবং পঞ্জাবের সৈন্যগণকে শাসনে রাখিবার উপযোগী দৃঢ় শিখ-গবর্ণমেণ্ট পুনঃপ্রতিষ্ঠিত হয়, সকেন্সিল গবর্ণর জেনারেলের ইহাই আন্তরিক ইচ্ছা । সর্দারগণের এবং জনসাধারণের স্বদেশ-প্রাণতার গুণে এখনও যে সেই উদ্দেশু সিদ্ধ হইতে পারে, গবর্ণর-জেনারেল সে আশা একেবারে পরিত্যাগ করিতে পারেন নাই । বৃটিশ রাজ্য আক্রমণের উদ্দেশুে, সম্প্রতি শিখ-সৈন্যগণ লাহোর হইতে বৃটিশ সীমান্তে উপনীত হইয়াছিল ; কথিত হয়, দরবারের আদেশক্রমেই ঐক্কপ কার্য অনুষ্ঠিত হইয়াছে। গবর্ণর-জেনারেলের উপদেশ অনুসারে, গবর্ণর-জেনারেলের এজেণ্ট, শিখ-সৈন্যগণের পুর্বোক্ত আচরণ সম্বন্ধে কৈফিয়ৎ চাহিয়াছিলেন । কিন্তু যথাসময়ে তাহার কোন প্রত্যুত্তর ন পাওয়ায়, পুনরায় কৈফিয়ৎ চাওয়া হইয়াছিল। উত্তেজনার কোন কারণ নাই; অথচ অকারণে শিখ-গবর্ণমেণ্ট, বৃটিশ-গবর্ণমেণ্টের সহিত শত্ৰুতাচরণ করিবেন, গবর্ণর-জেনারেল সহসা ইহা বিশ্বাস করিতে পারেন নাই । সুতরাং উভয় গবর্ণমেণ্টের মধ্যে কোনরূপ সংঘর্য উপস্থিত না হয়, কিংবা মহারাজের গবর্ণমেণ্ট কোনরূপে বিপন্ন না হন, এই উদ্দেশ্যে গবর্ণর-জেনারেল এ পর্যন্ত কোন প্রতিকার-উপায় গ্রহণ করেন নাই । পুনঃপুনঃ কৈফিয়ৎ চাহিয়াও যখন কোন উত্তর পাওয়া যাইল না, অথচ লাহোরে সমরসজ্জার বিপুল আয়োজনের সংবাদ পাওয়া গেল, তখন অগত্য সীমান্ত প্রদেশের দৃঢ়তা সম্পাদন জন্য গবর্ণর-জেনারেল তদভিমুখে সৈন্য প্রেরণের আবশ্বকতা উপলব্ধি করিলেন। উত্তেজনার অল্পমাত্র সম্ভাবনা নাই, অথচ শিখ-সৈন্যদল সম্প্রতি বৃটিশ-রাজ্য আক্রমণ করিয়াছে। "টিশ-রাজ্যের রক্ষা-বিধান জন্য, বৃটিশ-গবর্ণমেণ্টের প্রতাপ অক্ষুণ্ণ রাখিবার জন্য, সন্ধি-সর্ত-উচ্ছেদক, জনসাধারণের শান্তিভঙ্গকারী, দুবৃত্তদিগকে শাস্তি দিবার জন্য গবর্ণর-জেনারেল এক্ষণে কঠোর উপায় অবলম্বনে বাধ্য হইলেন। এতদ্বারা গবর্ণর জেনারেল ঘোষণা করিতেছেন যে, শতদ্রু নদীর পূর্ব তীরস্থিত বৃটিশ