পাতা:শিখ-ইতিহাস.djvu/৫০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ পরিশিষ্ট রাজা গোলাপ সিংহের সহিত ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের সন্ধি । ১৮৪৬ খ্ৰীষ্টব্দের ১৬ই মার্চ অমৃতসরে মহারাজ গোলাপ সিং এবং ব্রিটিশ গবর্ণমেণ্টের মধ্যে এই সন্ধি নিষ্পন্ন হয় । এক পক্ষে বৃটিশ গবর্ণমেণ্ট এবং অন্য পক্ষে জাম্মুর মহারাজ গোলাপ সিংহ,—উভয়ের মধ্যে এই সন্ধি ধার্য হয়। ইষ্ট ইণ্ডিজে (ভারতবর্ষ এবং তৎসংলগ্ন স্থান সমূহে ) সমস্ত কার্যভার নির্বাহের জন্য অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি কর্তৃক সম্পূর্ণ ক্ষমতা-প্রাপ্ত, ব্রিটেনেশ্বরী মহারাণী ভিকুটোরিয়ার অনারেবল প্রিভি কেন্সিলের সদস্ত, গবর্ণর জেনারেল রাইট, অনারেবল সার হেনরি হাডিঞ্জ, জি, সি, বি কর্তৃক নিযুক্ত এবং ক্ষমতা প্রাপ্ত, ফ্রেডরিক কারি এস্কোয়ার, এবং ব্রেভেট মেজর হেনরী মণ্টগোমরি লরেন্স সাহেব, জানরেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর পক্ষে এবং মহারাজ গোলাপ সিং স্বয়ং উপস্থিত থাকিয়া এই সন্ধি নিম্পন্ন করিলেন ;– ১ম সত'। ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১ই মার্চ লাহোরে যে সন্ধি হয়, সেই সন্ধির চতুর্থ সতী অনুসারে ব্রিটিশ-গবর্ণমেণ্ট যে রাজ্য প্রাপ্ত হন, সেই রাজ্যের কিয়দংশ মহারাজ গোলাপ সিংহ, এবং তাহার পুত্রসন্তানগণ পুরুষfহব্রুমে স্বাধীনভাবে ভোগদখল করিতে পারিবেন ; শতদ্রু নদীর পুর্ব তীরে অবস্থিত এবং ইরাবতী নদীর পশ্চিম তীরস্থিত, সমস্ত পার্বত্য প্রদেশ ও তাহার অস্তগত আশ্রিত ও অধীনস্থ লাহুল ব্যতীত সমস্ত দেশ এবং চাম্বা মহারাজের অধিকারভুক্ত হইল । ২য় সত। পূর্বোক্ত সর্তানুসারে মহারাজ গোলাপ সিং যে সকল প্রদেশে অধিকার লাভ করিবেন, তৎসমুদ্ৰয়ের পূর্ব সীমা নিৰ্দ্ধারণের জন্য ব্রিটিশ গবর্ণমেণ্ট এবং মহারাজ গোলাপ সিংহ কর্তৃক কমিশনার নিযুক্ত হইবেন ; জরীপ কার্য সম্পন্ন হওয়ার পর স্বতন্ত্রপত্রে তদ্বিষয় বিশেষরূপে উল্লিখিত হইবে । ৩য় সত। পূর্বোক্ত সর্ত অনুসারে মহারাজ গোলাপ সিং এবং তাহার উত্তরাধিকারিগণভুক যে সম্পত্তি প্রদান করা হইতেছে, তাহার দরুণ মহারাজ গোলাপ সিং বৃটিশ-গবর্ণমেণ্ট কে ৭৫ পচাত্তর লক্ষ ‘নানকসাহী’ টাকা দিতে স্বীকৃত হইলেন ; এই সন্ধি অমুমোদিত হইবার সময়ই তিনি ৫০ লক্ষ টাকা প্রদান করিবেন, এবং বত মান ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১লা অক্টোবর অবশিষ্ট ২৫ লক্ষ টাকা দিতে বাধ্য রছিলেন।