পাতা:শিখ-ইতিহাস.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাহোরের সহিত দ্বিতীয় সন্ধি ፃPro গবর্ণর জেনারেল রাইট অনারেবল সার হেনরী হাডিঞ্জ জি, সি, বি, মহোদয় কর্তৃক ক্ষমতা-প্রাপ্ত, বৃটিশ গবর্ণমেণ্টের পক্ষীয় ফ্রেডারিক কারি এস্কোয়ার, এবং ব্রেভেট মেজর হেনরি মন্টগোমরি লরেন্স কর্তৃক দশটী সত"যুক্ত এই সন্ধিপত্র স্বয়ং মহারাজ গোলাপ সিংহের সহিত অদ্য নিষ্পন্ন হইল। গবর্ণর-জেনারেল রাইট অনারেবল সার হেনরি হাডিঞ্জ জি, সি, বি, মহোদয় কতৃক উক্ত সন্ধিপত্র অদ্যই মোহরাঙ্কিত এবং অনুমোদিত হইল । ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ১৬ই মার্চ ১২৪৬ হিজরী, ১৭ রবিয়লওয়াল দিবসে এই সন্ধি পত্র অমৃতসরে সম্পন্ন হইল । বিংশ পরিশিষ্ট লাহোরের সহিত ১৮৪৬ খ.ষ্টাব্দের দ্বিতীয় সন্ধি । ফরেন ডিপার্টমেন্ট, বিপাশার নদীর পূর্বতাঁরস্থিত ভাইরোয়াল ঘাট ক্যাম্প, ২২শে ডিসম্বের, ১৮৪৬ খ্ৰীষ্টাব্দ । যখন মহারাজ গোলাপ সিং কাশ্মীর প্রদেশ অধিকার করিতে যান ; তখন কাশ্মীরের ভূতপূর্ব শাসনকর্তা শেখ ইমাম উদ্দীন লাহোর-গবর্ণমন্টের পক্ষ হইতে অস্ত্র-শস্ত্র সৈন্যবল সাহায্যে র্তাহাকে বাধা দিয়াছিলেন ; ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের ৯ই মার্চ লাহোর-গবর্ণমেণ্টের সহিত যে সন্ধি হয়, সেই সন্ধি-সর্ত অনুসারে বিদ্রোহী প্রজাদিগকে দমন করিয়া, বৃটিশ গবর্ণমেন্টের প্রতিনিধির হস্তে ঐ প্রদেশের ভার প্রদানের জন্য লাহোর-গবর্ণমেণ্টকে আদেশ করা হইয়াছিল। - সেই কার্যের জন্য মহারাজ গোলাপ সিংহের এবং লাহোর ষ্টেটের যুক্ত সৈন্যদলকে সাহায্য করিবার উদেশু, একদল বৃটিশ সৈন্য নিযুক্ত হইয়াছিল ; আবশ্ব কমতে ঐ সৈন্যদল সাহায্যের জন্য প্রস্তত ছিল । লাহোর দরবারের আদেশ অনুসারে শেখ ইমান উদ্দীন মহারাজ গোলাপ সিংহকে । বাধা প্রদান করিয়াছেন, এই কথা তিনি বৃটিশ গবর্ণমেণ্টকে জানাইয়াছিলেন ; তিনি আরও ' জানাইয়াছিলেন যে, উজীর রাজা লাল সিংহের লিখিত উপদেশ অনুসারেই এই বিদ্রোহর উত্তেজনা হইয়াছে । শেখ ইমাম উদ্দীন, বৃটিশ এজেণ্টের নিকট আত্মসমর্পণ করেন; তাহার সহিত সর্ত হয় যে, তিনি যদি প্রামাণ করিতে পারেন যে লাহোর দরবারের মন্ত্রীর উত্তজনায় মহারাজ গোলাপ সিংহের রাজ্যাধিকারে বাধা প্রদান করা হইয়াছে, তাহা হইলে, তাহার শরীর ব৷ সম্পত্তির প্রতি লাহোর দরবার কোন শাস্তি বিধান করিবেন না, বৃটিশ এজেন্ট তৰিয়ে,