পাতা:পৃথিবী.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
}৶৹

এবং ইয়োরপীয় পণ্ডিতগণের যত্নে ও অনুসন্ধানে এই সমুদায় এখন অতি সহজেই জানা যাইতেছে।

 ৭০০০ বৎসর কাল মাত্র আমরা মনুষ্য-জন্মের নিশ্চিত প্রমাণ পাই। ৫০০০ হাজার বৎসর পূর্ব্বে যদি ভারতে, জ্যোতিষের ন্যায় কঠিন বিদ্যার আলোচনা আরম্ভ হইয়া থাকে তবে না জানি মনুষ্য জীবনের কত শৈশবেই ভারতবর্ষীয়গণ সভ্যতার সোপানে উঠিয়াছিলেন। এদেশ হইতেই জ্যোতিষ ক্রমে ক্যালডিয়া মিশর গ্রীস প্রভৃতি দেশে ব্যাপ্ত হইয়াছে। পৃথিবী যে সূর্য্য পরিভ্রমণ করে ইয়োরপে ষোড়শ শতাব্দীতে মাত্র তাহা আবিষ্কৃত হইয়াছে কিন্তু সহস্রাধিক বৎসর পূর্বে আর্য্যভট্ট বলিতেছেন—

 “ভূপঞ্জরঃ স্থিরোভূরে বাবৃত্ত্যা বৃভ্য প্রাতিদৈবসিকো।”
 উদয়াস্ত্ময়ৌ সম্পাদয়তি নক্ষত্র গ্রহানাং!
 “পৃথিবীর আবর্ত্তন বশতঃই স্থির নক্ষত্র মণ্ডল এবং গ্রহগণের উদয় অস্ত হইতেছে।”

 পৃথিবীর সমস্ত গতিই তখন আবিষ্কৃত হইয়াছিল এমন কি ক্রান্তিপাতের বক্রগতি (Precession of the Equinox) যে পৃথিবীর গতিসম্ভূত তাহা ইয়োরপে নিরূপিত হইবার বহু দিন পূর্বে আর্য্যভট্ট বলিয়া গিয়াছেন।*


  • ইহার প্রমাণ দেখিবার জন্য আমাদের দূরে যাইতে হয় না। সামান্য একখানি পঞ্জিকাতে পর্যন্ত আর্যভট্টের এই সিদ্ধান্তের উল্লেখ আছে। অয়নাংশ প্রকরণে দেখা