পাতা:পৃথিবী.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه لاره ! এই পৃথিবী আকর্ষণ শক্তিমতী, সেই আকর্ষণ শক্তির দ্বারা আকাশূন্থ গুরু-ভার বস্তু সকলকে আপন অভিমুখে আকর্ষণ করিয়া থাকে, স্বতরাং তাহা পড়িতেছে বলিয়া "প্রতীত হয়। যেহেতু এই পৃথিবী আকাশে অবস্থিত, এবং ইহার চারিদিকে সমান আকাশ, সেই হেতু ইহার অধঃউদ্ধ নাই, তবে ইনি কোথায় পড়িবেন ?” আর একস্থানে লিখিতেছেন “নান্যধারঃ স্বশক্তৈববিরতি নিয়ভং তিষ্ঠতীহাস্য পৃষ্ঠে । নিষ্ঠং বিশ্বঞ্চ শশ্বৎ সদনুজমমুজা দিত্য দৈত্যং সমস্তাৎ ।” এই পৃথিবীর অন্য কোন আধার নাই, ইনি আপনার আকর্ষণ শক্তিতেই আপনি আকাশে অবস্থান করিতেছেন এবং ইহারি সেই আকর্ষণ শক্তি প্রেভাবে দৈত্যদানব ও মানবাদি সমস্তই ইহার পৃষ্ঠে স্থিতি করিতেছে। সূর্য্যের আকর্ষণ সম্বন্ধে অন্তান্ত গ্রন্থে ছাড়া প্রাচীন ঋগ্বেদেও দেখা যায় “আকৃষ্টেন রজসা বর্তমানো নিবেশয়ন্ন মৃতং। হিরন্ময়েন রথেন সবিতা দেবো যাতি ভুবনানি পশ্যন” “আকর্ষণ শক্তিযুক্ত সৰ্ব্বপরিচালক রজোগুণ যাহার বক্ত মান আছে,সেই স্বৰ্য্যদেব অমরলোক সকলকে সন্নিবিষ্ট