পাতা:পৃথিবী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዘሪ/e বর্তমান বিজ্ঞান পূৰ্ব্বজানীত সত্য পুনরাবিষ্কার করিয়া একটি নুতন যুগের আরস্ত করিল। আধুনিক বিজ্ঞানের জন্ম ইয়োরোপে। ইহার পূর্ববর্তী সময়ে গ্রীকগণই ইয়োরোপে বিজ্ঞানকে উহাদের একাধিকারভুক্ত করিয়া লইয়াছিলেন। আরিষ্টটল ইয়োরোপের সেই প্রাচীন বৈজ্ঞানিকদিগের প্রতিনিধি স্বরূপ। ইনি চিন্তাজগভের একজন স্বেচ্ছাচারী রাজা । ইনি যে সকল স্বকপোলকল্পিত মত বৈজ্ঞানিক সত্য বলিয়া লিপিবদ্ধ করেন, পরবর্তী সময়ে কেহ তাহার বিরুদ্ধে একটি কথা বলিলে তাহার প্রাণ লইয়া টানাটানি পড়িত। আরিষ্টটল পৃথিবীকে আচল ও সুর্য্যকে সচল বলিয়াছেন বাইবেলেরও ঐ মত সে জষ্ঠ খৃষ্টানধৰ্ম্মযাজকেরা আরিষ্টটলের কথাই সত্য বলিয়৷ মানিতেন ; তাহারাও সেই জন্য স্বাধীন চিন্তার পথে তখন কণ্টকস্বরূপ ছিলেন। জৰ্ম্মাণ দেশীয় রোমানক্যাথলিক পুরোহিত বৈজ্ঞানিক শিনার একজন আরিষ্টটল ভক্ত ধৰ্ম্ম-যাজককে সূর্ষ্যে কলঙ্ক দেখিয়াছেন বলায় সে ধৰ্ম্মযাজক তাহাকে বলিল “তাহা কখনই হইতে পারে না, কেন না আরিষ্টটল এমন কথা বলিয়া যান নাই, তুমি যাহা দেখিয়াছ ভাহা স্বর্ঘ্যের কলঙ্ক নহে, তোমার চক্ষের”। গ্রীকদিগের বহুকাল অধিকৃত বৈজ্ঞানিক সিংহাসন ষোড়শ শতাব্দীতে ইয়োরোপের অন্তান্ত জাভিরা অধিকার করিয়া লইলেন। বিখ্যাত জ্যোতিৰ্ব্বেজ্ঞা কোপকিস এই শতাব্দীতে পৃথিবীর স্বৰ্য পরিভ্রমণ