পাতা:পৃথিবী.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ن/ران به অঙ্কিত হইয়াছে। আর এক দল বলিতেন—প্রাণীদেহ উৎ পাদক বীজ পৃথিবীর ভিতর প্রবেশ করিয়া এইরূপ বিকৃত হইয়াছে। এই দুইটিই সাধারণ-প্রচলিত মত ছিল বটে কিন্তু ইহার মধ্যে সময়ে সময়ে যথার্থ বৈজ্ঞানিক মতেরও প্রবর্তন হইত। ১৭৯৯ খুঁজে স্মিথ নামে এক জন সামান্স ইংরাজ আমিন প্রথমে ভূবিদ্যাকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাড় করান। বিশেষ বিশেষ স্তরে বিশেষ বিশেষ জাতীয় প্রস্তরীভূত দেহাবশেষ পাওয়া যায় ও স্তরপর্য্যায়ের সংস্থিতি যে সৰ্ব্বত্র সমান তাহ তিনিই প্রথমে দেখেন । এই দুইটি নিয়ম ভূতত্ত্ব বিজ্ঞানের মূলীভূত। এই মূল অবলম্বন করিয়া তৃবিদ্যা অবস্থান করিতেছে । ইহার উপর এখনকার ভূতত্ত্ববিদের। নুতন ঘটনা সকল সংগ্ৰহ করিতেছেন মাত্র। সকল ঘটনাই ঐ দুই নিয়ম দ্বারা শাসিত হইতেছে। ভূবিদ্যার মূল সিদ্ধান্ত—এই কয়েকটি। ১। অসীম সময় ধরিয়া পৃথিবী বিদ্যমান আছে। ২ । এই বিপুল সময়ে জীবন্ত পদার্থের অনেক পরিবর্তন হইয়াছে । ৩। সকল শ্রেণীর জীবের মধ্যে একটি সাধারণ আকৃতি (Type) পাওয়া যায়, য়াহ কালক্রমে নানারূপে পরিবর্তনগ্রস্ত হইয়াছে। এই সকল তত্ত্ব অনুসরণ করিয়া ইয়োরোপে জীবতত্ত্ব বিজ্ঞানের উৎপত্তি। এই অল্পকালে ভূতত্ত্ব বিজ্ঞান স্বেরূপ