পাতা:পৃথিবী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• الري للا স্বজিত হইয়াছে, বিজ্ঞান সেই রাসায়ণিক রহস্য আমাদের নিকট খুলিয়া দেয়, যে সকল নিয়মে জগতেৰ উপর জগৎ সুশৃঙ্খলা ক্রমে অনন্ত আকাশপথে ধাবিত হইতেছে বিজ্ঞান সেই সকল আমাদের দেখাইয়া দেয় । জ্যোভিষিক অনুসন্ধান দ্বার স্তুষ্টর জন্মের সময় আমরা উপস্থিত থাকিতে পারি, বিনাশও কল্পনার চক্ষে আনিতে পারি। বিজ্ঞানচর্চার দ্বারাই মন্থমোর বুদ্ধিবৃত্তি মার্জিত হয়, বিজ্ঞানের প্রণালী অনুসারে চিত্ত করিলে বুদ্ধিবৃত্তি দৃঢ়তা লাভ করে ও কল্পনাসক্তৃত সিদ্ধান্ত হইতে আমরা মুক্তি লাভ করি। এক কথায়, বিজ্ঞানের প্রণালী অনুসারে চিন্ত৷ করিলে যাহাকে আমরা কুসংস্কার বলি তাহার অপনয়ন হয়। কেবল ইহাই নয়—যদি জাতীয় উন্নতি করিতে হয়, যদি ব্যবহারগত সুখের বৃদ্ধি করিতে হয় ত বিজ্ঞানকেষ্ট অবলম্বন করিতে হইবে। বাস্পীয় শকট বাস্পীয়তরী প্রভৃতি মহাব্যাপার হইতে সামান্য দেশলাইটি পর্যন্ত সকলই বিজ্ঞান-চর্চার ফল । এইরূপে আমরা যেদিকে চাহিয়া দেখি বিজ্ঞান-শিক্ষার প্রয়োজনীয়তঃ দেখিতে পাই । এই প্রয়োজনের গুরুত্ব যতদিন না ভারতবর্ষায়গণের অস্থিমজ্জায় প্রবেশ করিবে ততদিন আমাদের দেশের যথার্থ উন্নতির আশা নাই। দরিদ্র ভাই আমাদের উন্নতির পথের প্রধান কণ্টকবিজ্ঞানের ক্ষমতাবলেই একমাত্র সে দারিদ্র্যের মোচন হইতে পারে। আমরা হাতেকলমে বিজ্ঞান শিক্ষা করিলে