পাতা:পৃথিবী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৩]

দৃষ্টিগোচরই হয় না। জ্যোতির্ব্বিদদিগের অধ্যবসায়ে এই সূর্যমণ্ডলীর মধ্যে আমাদের সূর্য্য অপেক্ষা অসংখ্য বৃহত্তর সূর্য আবিষ্কৃত হইয়াছে।

 আকাশের কটি-বন্ধ স্বরূপ ব্রহ্ম-কটাহের এক প্রান্ত হইতে অপর প্রান্তব্যাপী মুদুজ্যোতিঃশালী যে সঙ্কীর্ণ আলোক-পথ আমরা দেখিতে পাই, যাহাকে আমরা ছায়াপথ বলি, সেই ছায়াপথ অতলস্পর্শ অসীমগভীর একটি তারকাসমুদ্র। দূরবীণ যন্ত্রের সাহায্যে এই দুর্ভেদ্য তারকা-সমুদ্রের যতটুকু দেখা যায় হারসেল তাহাতেই ২০০ লক্ষটি সূর্য্য আবিষ্কার করিয়াছেন। ইহা ছাড়া দুরবীণ যন্ত্রের দৃষ্টিবহির্ভূত যে কত শত ব্রহ্মাণ্ড একটির পর একটি করিয়া অনন্ত আকাশের কোলে মিশিতেছে এবং এই অনন্ত ব্রহ্মাণ্ডে যে কত সহস্র সহস্র সূর্য্য সহস্র সহস্র জ্যোতিষ্ক জগতের সম্রাটরূপে ঘুরিতেছে তাহা আমাদের জ্ঞানাতীত।

 প্রতি সেকেণ্ডে আলোকের গতি প্রায় ১ লক্ষ ৮৫ সহস্র মাইল, কিন্তু আমাদের নিকট হইতে এই সকল অপরিজ্ঞাত তারকাবলী এত দূরে অবস্থিত যে ঐরূপ প্রভূত দ্রুতগতিতে আবহমান কাল দৌড়িয়াও উহাদের আলোক এখনো আমা দের পৃথিবীতে পৌঁছে নাই। পৃথিবী প্রভৃতি জ্যোতিষ্ক জগতের কর্তা যে সূর্য্য পৃথিবী হইতে বহু লক্ষ গুণ বড় সেই সূর্য্যই যখন এই অনন্ত জ্যোতিষ্ক-মণ্ডলী মধ্যে