পাতা:পৃথিবী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৪]

একটি বিন্দু স্বরূপ—তখন পৃথিবী ইহার একটি অণুকণার সহস্র অংশের এক অংশও নহে।

 আমরা স্বাভাবিক চক্ষে আকাশে যে সকল জ্যোতিষ্ক দেখিতে পাই তাহারা তিন ভাগে বিভক্ত।

প্রথম—স্থির নক্ষত্র।

দ্বিতীয়—গ্রহ। 

তৃতীয়—উপগ্রহ কিম্বা চন্দ্র।

 পৃথিবীবাসী মনুষ্যের পক্ষে যে সকল জ্যোতিষ্ক চির কালই এক স্থানে অবস্থিত বলিয়া মনে হয় তাহারাই স্থির নক্ষত্র নামে অভিহিত। আমরা যে কয়েকটি জ্যোতিষ্ককে সূর্যের পরিবারভুক্ত বলিয়া জানি—তাহা ছাড়া আমাদের পক্ষে সকলেই স্থির নক্ষত্র; কেন না পৃথিবীর দৈনিক গতি এবং বাৎসরিক গতির সঙ্গে সঙ্গে আমরা অধিকাংশ জ্যোতিষ্কেরই দৃশ্যতঃ এক-রূপ গতি অনুভব করি, অর্থাৎ পৃথিবী ঘুরিতেছে ইহাতে আমরা অনুভব করি না কাজেই পৃথিবী যতই ঘুরিতে থাকে আমরা ততই তারকারাশিকে ঘুরিয়া যাইতে দেখি; কিন্তু এই দৃশ্যতঃ গতি ছাড়া অন্যান্য নক্ষত্রের সম্বন্ধে অর্থাৎ পরম্পর আপনাদিগের সম্পর্কে ইহাদের দূরত্বের কোন পরিবর্তন হয় না। শত শত বৎসর পুর্ব্বে হিপারকাস টলেমি প্রভৃতি জ্যোতির্বিদগণ স্থির নক্ষত্র রাশিকে আকাশের যেস্থানে দেখিয়া গিয়াছেন, স্বাভাবিক চক্ষে দেখিলে আজও তাঁহারা তাহাদিগকে ঠিক।