পাতা:পৃথিবী.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৫]

সেই একই স্থানে দেখিতে পাইতেন। আসল কথা ইহারা আমাদের নিকট হইতে এত প্রভূত দূরে অবস্থিত যে সহ সহস্র বৎসরের কমে স্বাভাবিক চক্ষুতে ইহাদের গতি কিছুই অনুভূত হয় না। তবে দূরবীণ যন্ত্রের সাহায্যে স্থির নক্ষত্রের পরস্পর দূরত্বের পরিবর্ত্তন অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে লক্ষিত হয়।

 যে সকল জ্যোতিষ্ক স্থির নক্ষত্রের সম্পর্কে আপনার দৃশ্যতঃ দূরত্ব পরিবর্তন করে তাহারাই গ্রহ উপগ্রহ। এই পরিবর্ত্তন দেখিয়াই অতি প্রাচীন কাল হইতে বুধ বৃহস্পতি চন্দ্র প্রভৃতি জ্যোতিষ্কদিগকে স্থির-নক্ষত্র-মণ্ডলী হইতে ভিন্ন শ্রেণীভুক্ত করা হইয়াছে। এই শ্রেণীর জ্যোতিষ্ককে আজ আমরা অন্যান্য নক্ষত্রের সহিত যে সম্বন্ধে অবস্থিত দেখি কাল তাহার অনেক ব্যতিক্রম দেখিতে পাই সুতরাং পৃথিবীর গতি হেতু ইহার পূর্ব্ব হইতে প্শ্চিমে দৃশতঃ ঘুরিয়া গিয়াই ক্ষান্ত থাকে না, ইহাদের নিজের একটি স্বতন্ত্র গতি আমাদের চক্ষে প্রতীত হয়।

 যে সকল জ্যোতিষ্ক সূর্য্যের চারিদিকে ঘুরে তাহাকেই আমরা গ্রহ বলি, কতকগুলি এমন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ আছে যাহা দুরবীন যন্ত্রের সাহায্য ব্যতীত স্বাভাবিক চক্ষে আমরা দেখিতে পাই না -ইহাদিগকে গ্রহখণ্ড (Asteroid) বলে, এবং গ্রহ গণের চারিদিকে আবার যাহারা ঘুরে তাহাদের নাম উপগ্রহ। চন্দ্র ছাড়া অন্য উপগ্রহও দূরবীণ ব্যতীত দেখা যায় না।