পাতা:পৃথিবী.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৬ ]

 এই তিন শ্রেণীর জ্যোতিষ্ক ব্যতীত ধূমকেতু, নীহারিকা রাশি এবং উল্কাপিণ্ড প্রভৃতি অন্য শ্রেণীভুক্ত যে সকল জ্যোতিস্ক আছে তাহা সচরাচর আমরা স্বাভাবিক চক্ষে আকাশে দেখিতে পাই না। ধূমকেতু ও উল্কাপিণ্ড আমরা কখনো কখনো স্বাভাবিক চক্ষে দেখিতে পাই বটে কিন্তু নীহারিকারাশি দূরবীণ ব্যতীত স্বাভাবিক চক্ষে কখনই দেখিতে পাই না। সেই জন্য এস্থলে তাহাদের উল্লেখ হইল না।

 এই তিন শ্রেণীর জ্যোতিষ্কের মধ্যে আমরা যে সকল গ্রহ উপগ্রহ দেখিতে পাই তাহারা সূর্য্য-পরিবার-ভুক্ত। প্রাচীন ভারতবর্ষীয় পণ্ডিতদিগের মতে সূর্য্যকে লইয়া সর্ব শুদ্ধ নয়টি গ্রহ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু।

 কিন্তু রাহু ও কেতু প্রকৃত পক্ষে কোন জ্যোতিষ্কই নহে, এবং চন্দ্র সূর্য্যও গ্রহ নামে বাচ্য হইতে পারে না—সূর্য্য একটি স্থির নক্ষত্র, চন্দ্র পৃথিবীর একটি উপগ্রহ; এবং চন্দ্র, সূর্য্য পূর্ণিমা অমাবস্যার সময় যে স্থলে আসিলে গ্রহণ কয় সেই দুই স্থানকে প্রাচীন পণ্ডিতেরা রাহু ও কেতু নাম দিয়াছেন। বাস্তব পক্ষে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি শনি, ও অপেক্ষাকৃত আধুনিক সময়ে আবিষ্কৃত, ইয়ুরেনাস, এবং নেপচুন, এই আটটি সূর্য্যের গ্রহ। ইহাদের মধ্যে আবার অধিকাংশ গ্রহের উপগ্রহ আছে। *


  * সূর্য্য এবং গ্রহ গুলির পরস্পর মাধ্যাকর্ষণ গণনার