পাতা:পৃথিবী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৯]

অব্যবহিত পূর্ববর্তী সময়ের লোক গেলিলিও ও হাইগেনস্ গতিবিষয়ক অনেকগুলি নিয়ম আবিষ্কার করেন। নিউটন তাহার পরে গতি বিষয়ক সমস্ত নিয়ম বিশেষ রূপে লিপিবদ্ধ করিয়া প্রকাশিত করেন এবং যাহার জন্য তাঁহার নাম চিরস্মরণীয় হইয়াছে সেই মাধ্যাকর্ষণের নিয়ম তিনিই প্রথমে বুঝাইয়া দেন। প্রকৃতির দৃশ্যতঃ বৈষমোর মধ্যেও যে একটি বিশেষ সাম্য আছে তাহা তাহার চক্ষেই প্রথমে প্রতিভাত হয়। যে শক্তির বলে বৃম্ভক্ত আম পৃথিবীপৃষ্ঠে পড়ে, এক খণ্ড প্রস্তর উঠাইতে আমাদের বলের প্রয়োজন হয়, সেই শক্তির বলেই যে সমস্ত ব্রহ্মাণ্ড সুশৃঙ্খলে চলিতেছে ইহা তিনিই প্রথমে দেখাইয়া দেন।

 নিউটনের বিখ্যাত আবিষ্ক্রিয়া বিশেষরূপ বুঝাইবার স্থান বর্তমান প্রস্তাব নহে, তবে মাধ্যাকর্ষণের স্থল নিয়ম এই;

 প্রথম, বিশ্বসংসারের প্রত্যেক অণু প্রত্যেক অণুকে আকর্ষণ করিতেছে।

 দ্বিতীয়, প্রত্যেক অণু যখন আকর্ষণশক্তির আধার তখন যে পদার্থে অণু-সমষ্টি অধিক, তাহার কলেবর হ্রস্ব হইলেও তাহার আকর্ষণী শক্তি অধিক। এবং দুইটি পদার্থের মধ্যে যেটি অধিক অণুবিশিষ্ট তাহা অপরটিকে টানিয়া আত্মসাৎ করে।

 তৃতীয়, পদার্থদিগের মধ্যে দূরত্বের বর্গ পরিমাণ অনুসারে