পাতা:পৃথিবী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २० ] পুথিবী যদি এই গোলাকার বস্তুর ন্যায় আপন মেরুদণ্ডকে অয়নমণ্ডলের উপর ঠিক সোজা ভাবে রাখিয়া ঘুরিত, তাহা হইলে পৃথিবীর সকল স্থানে সকল সময় দিন রাত্রির দৈর্ঘ্য সমান থাকিত । কিন্তু বাস্তব পক্ষে সকল সময় সকল স্থানে দিন রাত্রি সমান থাকে না । আমরা শীত কালে যখন দিন ছোট রাত্রি বড় এবং গ্রীষ্ম কালে দিন বড় রাত্রি ছোট দেখিতে পাই তখন পৃথিবী উপরের চিত্রটির ন্যায় আপন গতির পথে ঠিক সোজা ভাবে মেরুদও রাখিয়৷ ঘোরে না। পৃথিবী আয়নমণ্ডলের উপর কিরূপ ভাবে থাকিয় ঘুরিলে দিন রাত্রের এরূপ বৈষম্য হইতে পারে তাহ নিয়ের চিত্রট হইতে কিয়ং পরিমাণে বুঝা যাইতে পারে। উপরেরূ"চিত্রটির ন্যায় একটি গোলাকার লৌহ তার