পাতা:পৃথিবী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8y 1 স্বৰ্য্য' প্রতিদিন দ্বিপ্রহরে ঠিক আমাদের মস্তকের উপর দিয়া যখন কিরণ প্রদান করে তখন আমরা অধিক পরিমাণে গ্রীষ্ম বোধ করি। গ্রীষ্মকালে একে দিবস বড়, তাহাতে শীতকাল অপেক্ষ স্থৰ্য্য আমাদের শিরোবিন্দুর নিকট থাকিয় কিরণ দেয় সেই জন্য উত্তাপের এত প্রাথর্য্য হয়। শীতকালে একে দিবস ছোট তাহাতে সূৰ্য্য কৌণিক ভাবে পার্শ্ব দিয়া উত্তাপ দেয়, সেই জন্তু সে উত্তাপ আমাদের পক্ষে যথেষ্ট হয় না । বিষুবরেখাবঞ্জ প্রদেশে চিরকালি স্বৰ্য্য ঠিক মাথার উপর হইতে কিরণ প্রদান করে-সেই জুহু দিন রাত্রি সমান কুইলেও সেখানে উত্তাপের প্রভাব অত্যন্ত অধিক। সেই জন্য সমস্ত বৎসরেই সেখানে গ্রীষ্মকাল । পৃথিবীর মেরুদেশেও বিশেষ ঋতুপরিবর্তন দেখা যায় না, বৎসরের মধ্যে সেখানে দুইবার মাত্র ঋতুপরিবর্তন হয়। একবার শীত একবার গ্রীষ্ম। যে ছয় মাস করিয়৷ সেখানে রাত্রি সেই ছয় মাস সেখানে শীত এবং যে ছয় মাস সেখানে দিন সেই ছয় মাস সেখানে গ্রীষ্ম । শীঘ্ৰ উত্তপ্ত হয় না । যেমন ত্যাস্তে আস্তে জল উত্তপ্ত হয় তেমনি আস্তে আস্তে জল উত্তাপ প্রতিনিক্ষেপ করে। স্থলে যেমন দিন রাত্রিভে ও ঋতু বিশেষে উষ্ণতার বৈষম্য দেখা যায় উপরোক্ত কারণে দিন রাল্লিতে কিম্বা শীত গ্রীষ্মকালে জলের উত্তাপের বিশেষ প্রভেদ দেখা যায় না।