পাতা:পৃথিবী.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৫১ ]

১২ সেকেণ্ড অগ্রসর হইলে তবে আবার পূর্ব্বের মত সর্ব্বাপেক্ষা সূর্যের নিকটবর্ত্তী হয় সুতরাং সেই স্থানে আসিতে পৃথিবীর আবার ১২ সেকেণ্ড অধিক সময় লাগে। এইহেতু সৌর ব্যবধান বৎসরের পরিমাণ নক্ষত্র বৎসর হইতে প্রায় ৪ মিনিট ৩৯ সেকেও অধিক, অর্থাৎ সূর্য্য সম্পর্কে পৃথিবীর ব্যবধান সমান হইতে প্রতি বৎসরে ৪ মিনিট ৩৯ সেকেণ্ড অধিক সময় লাগে।*

 পূর্ব্বেই বলা হইয়াছে সূর্য্যের দূরত্ব সম্পর্কে এক অবস্থায় আসিতে পৃথিবীর কক্ষের ১০৮০০০ হাজার বৎসর লাগে, কিন্তু ঋতু সম্পর্কে সূর্য্যের দূরত্ব পরিমাণ এক হইতে, ২০০০০ বৎসর লাগে। ঋতু উৎপাদক সৌর বৎসর এবং সৌর ব্যবধান বৎসরের মধ্যে পরস্পর বৃত্তাভাষের ব্যবধান ৬১.৯ সেকেণ্ড; এই দুই বৎসরের এক অবস্থায় অবস্থিত হইতে ২০০০০ বৎসর লাগে, এবং ইহার উপরই ঋতু সম্পর্কে সূর্য্য-দূরত্বের পরিবর্তন সময় নির্ভর করে। দৃষ্টান্ত স্বরূপ, আজ কলি শীত কালে জানুয়ারি মাসে, সূর্য দূরত্ব পৃথিবী হইতে সব্বাপেক্ষা অল্প আবার কুড়ি হাজার বৎসর


  • পৃথিবীর কক্ষ পরিবর্ত্তন গতির সম্যক আলোচনা করিবার তাৎপর্য এই যে ইহার উপর একটা অতি গুরুতর নৈসর্গিক ঘটনা নির্ভর করে। পরবর্তী অন্যতম প্রস্তাবে যে হিমশৈল যুগের বর্ণনা হইয়াছে পৃথিবীর এই গতিই তাহার কারণ বলিয়া অনুমিত হয়।