পাতা:পৃথিবী.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৯২]

এ সময়ের উদ্ভিদ হইতেও অল্প পরিমাণে মৃদঙ্গাউৎপন্ন হইয়াছে।

 এই চুণে পাথরের স্তর নির্ম্মিত হইতে যে সহস্র সহস্র বৎসর লাগিয়াছে, তাহার সন্দেহ নাই। অধ্যাপক ফিলিপস্ গণনা করিয়া বলেন যে এক লক্ষ ২২ হাজার ৪০০ বৎসরে ৬০ ফুট মাত্র মৃদঙ্গার কিম্বা চুণে পাথরের স্তর নির্ম্মিত হইতে পারে। এইরূপ মৃদঙ্গারের স্তরের উপরস্তর নির্মিত হইতে কত সহস্র বৎসরই লাগিয়াছে। এতাবৎকাল কোন বিশেষ ভোতিক বিপ্লব লক্ষিত হয় না। কিন্তু মৃদঙ্গার গর্ভ যুগের শেষ কালে ভূপৃষ্ঠের প্রবল বিপ্লব দ্বারা অঙ্গার-শৈল সকল উৎপাদিত রূপান্তরিত ও ভগ্নাবয়ব হইয়া ভিন্ন অন্তর যুগ উৎপন্ন হইয়াছে।

পারমিয়ান অন্তর যুগ।

 অঙ্গার-জনক অন্তর যুগের পরেই পারমিয়ান অন্তর যুগের আরম্ভ। রুসিয়ার পাম্ প্রদেশের স্তর-সংস্থিতি দেখিয়া মারকিসন ইহার এই নাম দিয়াছেন। সায়েনাইট ও পরফাইরি প্রস্তর এই যুগে উৎক্ষিপ্ত হয়। এই উৎপাত জনিত উত্তাপে সমুড় হইতে বহুল পরিমাণ বাষ্প উখিত হইতে লাগিল, এই বাষ্প উপরে উঠিতে উঠিতে শীতল হইয়া বৃষ্টি রূপে আবার পৃথিবীতে পড়িল। সেই বৃষ্টি সিক্ত মাটীতে সরীসৃপ জাতির পদচিহ্ন লক্ষিত হয়।