পাতা:পৃথিবী.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভূ-পঞ্জরণ

পঞ্চম অধ্যায়।

দ্বিতীয় প্রস্তাব।

 প্রথম যুগের শেষ ভাগে পৃথিবীর অধিকাংশই জলমগ্ন ছিল।

 পূর্ব্ববর্তী সময়োৎপন্ন স্কটল্যাণ্ড, উত্তর রুষ ও স্কাডিনেবিয়াকে উত্তরে রাখিয়া পারমিয়ান অন্তরযুগের য়ুরোপীয় সমুদ্র এক দিকে আয়ারল্যাণ্ড হইতে ইয়ুরেল পর্বত পর্য্যন্ত এবং সম্ভবতঃ স্পিটজুবার্জেন পর্যন্ত বিস্তৃত ছিল। অন্য ভাগে সম্ভবতঃ পিরিনীসের উপত্যকা পর্যন্ত বিস্তৃত ফ্রান্সের মধ্যদেশ লইয়া একটি দ্বীপ, আধুনিক ব্রিটনি লইয়া আর একটি দ্বীপ, এবং পাদে ক্যালে ও দুনর প্রদেশ হইতে রাইন নদীর বিপরীতকূল পর্য্যন্ত বিস্তৃত বেলজিয়াম আর ইংলণ্ডে রথ অন্তরীপ হইতে ল্যাণ্ডস্ এণ্ড অন্তরীপ পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডই, এ সময়ে য়ুরোপের স্কুলভাগ।

 ভারতবর্ষে বাঙ্গলার কতকাংশ, বুন্দেলখণ্ড, আরাবলি পর্ব্বতের সন্নিহিত প্রদেশ, ছোটনাগপুর প্রভৃতি ব্যতীতও