পাতা:পৃথিবী.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬

পঞ্জাব, সিকিম, ভূটান ও কাশ্মীরের কতকাংশ এবং ব্রহ্মদেশের মুলমেন প্রদেশ—পারমিয়ান অন্তর যুগে বর্তমান ছিল, সুতরাং য়ুরোপে ও ভারতবর্ষে এই সকল দেশই কেবল দ্বিতীয় যুগের প্রারম্ভ দেখিয়াছে।

 জীবদিগের মধ্যে কঁকড়াও মৎস্যই যেমন প্রথম যুগে প্রধান, তেমনি দ্বিতীয় যুগে সরীসৃপই প্রধান জীব। এই নিমিত্ত প্রথম যুগকে মৎস্যের এবং দ্বিতীয় যুগকে সরীসৃপের যুগ বলা যাইতে পারে। এই যুগের আশ্চর্যরূপ বৃহদায়তন অসংখ্য সরীসৃপ দেখিলে মনে হয় ইহারাই এ সময়ের রাজা। জীবরাজত্বের প্রভাব বৃদ্ধি হেতু এ সময়ে উদ্ভিদরাজ্যের প্রাধান্য হ্রাস হইয়াছিল। ডুবোগণ দ্বিতীয় যুগকে তিন ভাগে বিভক্ত করিয়াছেন—

 ১। ত্রিস্তর বা নুতন লোহিত প্রস্তর অন্তরযুগ। (Triassic or new red period)

 ২। জুরাসিক অন্তরযুগ (Jurassic)

 ৩। চাখড়ি বা ক্রিটেস অন্তরযুগ (Cretaceous)

ত্রিস্তর অন্তরযুগ।

(Triassic)

 ইহার সর্বনিম্নভাগ নুতন লোহিত প্রস্তর স্তর, মধ্যভাগ কৃষ্ণবর্ণ চুণে প্রস্তর ও শেষ অর্থাৎ সর্বোপরিভাগ লোণ বেলে প্রস্তর স্তরে নির্মিত। এই অন্তর ধুগের প্রথম