পাতা:পৃথিবী.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৯৮ ]

সরীসৃপের পদ-চিহ্ন পাওয়া যায়, তাহার মধ্যে ভেজাতীয় (Cheirotherium or Labyrinthodon) একরূপ সরীসৃপ অত্যন্ত অদ্ভুত আকার। এই সময়ে অন্য একরূপ বৃহদায়তন অদ্ভুত কুম্ভীর (Nothosaurus) জন্মিয়া ইহার পরবর্তী কালে আরো বৃদ্ধি লাভ করিয়াছিল।

 হ্রদ-শুল্ক ভিজা মাটিতেই, এই সকল সরীসৃপের পদচিহ্ন পাওয়া গিয়াছে। জোয়ারের জল সরিয়া যে মাটী ভিজা থাকে তাহাতে কোন চিহ্ন নিবদ্ধ রহিতে পারে না, অঙ্কিত চি; আবার জোয়ার আসিলেই ধৌত হইয়া যায়। আমেরিকার লোণ হ্রদের শুষ্ক তটে এখনো এইরূপ চিহ নিবদ্ধ হইতে দেখা যায়।

 এ সময়ের জঙ্গল ভিন্ন ভিন্ন প্রকার ঝাউ বৃক্ষ এবং পর্ণীতরু ও ক্যালেমাইট শর গাছ দ্বারাই পূর্ণ।

 লোনা বেলে মাটীর স্তর কৃষ্ণবর্ণ চুণে প্রস্তর স্তবের পরবর্তী। এই মৃত্তিকাতে যে বহুল পরিমাণে লবণ দেখিতে পাওয়া যায় তাহা কোথা হইতে আসিল? নিশ্চয়ই সমুদ্রের জলীয় ভাগ বাম্পাকারে উঠিয়া যাইলে অবশিষ্ট লবশাদি পদার্থ এই সকল স্তরে জমাট রহিয়াছে। সিন্ধু নদের ব-দ্বীপের সন্নিকটস্থ একটি স্থানে এখনো এই রূপে লবণ সঞ্চিত হইতে দেখা যায়। কচ্ছ দেশের ঠিক সমুদ্রও নহে, শুষ্ক স্থলও নহে। খ্রীষ্ম কালে এ স্থানের জল শুকাইয়া স্তরে স্তরে লবণ জমিতে থাকে, বৎসরের অপর সময়ে