পাতা:পৃথিবী.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০৩ ]

এই জন্তুর শারীরিক গঠন দেখিয়া বোধ হয় পক্ষসত্ত্বেও ইহা উড়িতে পারিত না। এই সকল সরীসৃপ জীবদেহ যেরূপ অবস্থায় পাওয়া যায় তাহাতে ইহার হঠাৎ কোন বিপ্লবে বিনষ্ট হইয়াছে বোধ হয়। এই সময়কার উদ্ভিদ ইহার পূর্ব অন্তরযুগের মত, কেবল এক জাতীয় নূতন উদ্ভিদ (Cycal) এই যুগে প্রথম জন্মে।

ওয়োলাইট গভ যুগ।

 এই গর্ভ যুগের মৃত্তিকা গোল গোল দানা-বিশিষ্ট, সেই নিমিত্ত গ্রীক ভাষায় ইহা উয়োলাইল অর্থাৎ ডিম্বাকৃতি অ্যাখ্যাত হইয়াছে। এই গর্ভ যুগের বিশেষ লক্ষণ স্তন্যপায়ী জীবের আবির্ভাব। স্তন্যপায়ী জীবের সন্তান জীবিত অবস্থায় প্রসূত হয়, অন্য প্রকার জীব অণ্ডজ। সর্ব্ব প্রথমে যে সকল স্তন্যপায়ী জীব জন্মে ভাহার এত দুভয়ের মধ্যবর্তী। এ প্রকার জীবের সন্তান প্রসূত হইয়া মাতার উদরের নিকটস্থ একটি চরে থলিয়ায় অবস্থিতি করে এবং সেইখান হইতে স্তন পান করিয়া বড় হইলে বাহির হয়, যেমন আধুনিক কাঙ্গারু। এইরূপ স্তন্যপায়ী জীবকে মারপিয়াল জাতি (Marsupial) কহে। ওয়াৈলাইট গর্ভযুগে এইরূপ স্তন্যপায়ী জাতিরই জন্ম হয়। পূর্ব অন্তর যুগের ন্যায় এ যুগেও শম্বুক ঝিনুক ইত্যাদি