পাতা:পৃথিবী.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০৪ ]

নানা প্রকার নুতন সামুদ্রিক জীব ও প্রবাল কীট জন্মে। এই যুগেও আবার ৩৪ প্রকার প্রকাণ্ড নুতন সরীসৃপকঙ্কাল দেখা যায়। ইহারা অনেকটা আমাদের গাঙ্গেয় কুম্ভীরের মত। ইহার মধ্যে একটি (Cetiosaurus) পঞ্চাশ ফুট লম্বা, এই প্রকাও তিমি মৎস্যাকার সরীসৃপ দেখিয়া অধ্যাপক ফিলিপস্ বলেন যে ইহার ন্যায় বলবান ও প্রকাণ্ডকায় জীব পৃথিবীতে কখনো জন্মে নাই।

 এই সময়ে ভিন্ন ভিন্ন জাতীয় বৃহৎ অরণ্য বৃক্ষ উৎপন্ন হইয়াছিল।

 পূর্ব গর্ভ যুগের ন্যায় এ গর্ভযুগও তিন স্তরে বিভক্ত। ওয়োলাইট যুগের চূণে প্রস্তর কি প্রকারে কর্করাল হইয়াছে তাহা এখনো সম্পূর্ণরূপে স্থির হয় নাই। অনেকে বলেন যেমন এখন টেনেরীফজুলমগ্ন শৈলে এবং ইটালির ত্রিবলির জলপ্রপাতে জল ঘর্ষণ দ্বারা মৃত্তিকা কক্করাল হয়, তেমনি জলের ঘরণ দ্বারাই ওয়োলাইট মৃত্তিকা করা হইয়াছে। কিন্তু যেখানে জলের ঘর্ষণ সম্ভাবনা নাই সেখানেও যখন ঐরূপ মৃত্তিকা দেখিতে পাওয়া যায় তখন বোধ হয়, যেমন কোন অপরিজ্ঞাত প্রাকৃতিক নিয়মানুসারে স্ফটিক পদার্থের একটি বিশেষ আকৃতি হয় ইহাও সেইরূপ একটি নিয়মের বশবর্তী। জুরাসিক অন্তরযুগ পর্যন্ত পৃথিবী নিয়মিত সমান রূপে শীতল হইয়া আসিতেছিল এবং এখন অবারিত বৃষ্টির