পাতা:পৃথিবী.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০৭ ]

উদ্ভিদ আমাদের বর্তমান উদ্ভিদের প্রথম সোপান স্বরূপ। এ অন্তর যুগের উদ্ভিদজাতিই ক্রমে উন্নতি লাভ করিয়া আমাদের বর্তমান উদ্ভিদ রূপে পরিণত হইয়াছে। কিন্তু এই অন্তর যুগের এবং বর্তমান সময়ের জীবজন্তুর মধ্যে সেরূপ দৃশ্য দেখা যায় না। তাল জাতীয় বৃক্ষ পৃথিবীতে এই প্রথম উৎপন্ন হইল এবং এই সময়ে উৎপন্ন ওক আকরোট ও বট বৃক্ষ এখনো পৃথিবীতে বর্তমান। এ সময় পর্ণীতরু খুব কমিয়া আসিয়াছিল। জন্তুর মধ্যে এখনও সরীসৃপ প্রধান। এই অন্তরযুগের সরীসৃপদিগের মধ্যে যে দুই তিনটির দেহাবশেষ পাওয়া গিয়াছে তাহা যমন অদ্ভুত তেমনি প্রকাণ্ড। ইহার মধ্যে একটির দেহ একটি বৃহদাকার হস্তীর ন্যায়।

 এই সময়েই প্রথম পক্ষী দেখিতে পাওয়া যায়। ভারতবর্ষে নর্মদা প্রদেশ এবং দক্ষিণ আঞ্জিকা সংলগ্ন উপকূল, এই সময়ে উৎপন্ন।

______