পাতা:পৃথিবী.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১০৯]

 হিমালয়পর্ব্বত, আসামপ্রদেশ, ব্রহ্মদেশ, কচ্ছ ও সিন্ধু দেশে মাঝে মাঝে এখনো যে প্রবল ভূকম্পন দেখা যায় তাহ সেই বিপ্লবের ধারাবাহিত্বের প্রমাণ। এই বিপ্লন্ত্রের কারণ সম্বন্ধে অনেক মতভেদ সত্বেও এইরূপ বলা যাইতে পারে ক্রু হিমালয়সন্নিহিত প্রদেশের অভান্তর শীতল হইয়। সঙ্কুচিত হওয়াতে সেই সকল স্থান দমিয়া হিমালয়কে উচ্চ করিয়া তুলিয়াছে।

 এ সময়ে ভারতবর্ষের উত্তর প্রদেশ দক্ষিণাত্যের সহিত সংলগ্ন ছিল কি না নিশ্চয় বলা যায় না। তবে সংলগ্ন থাকাই আধুনিক ভূবেত্তাগণ সম্ভবপর মনে করেন।

 অনেক ভূর্বেত্তাদের মত যে এতাবৎকাল দাক্ষিণাত্য ও হিমালয়-সন্নিহিত প্রদেশ পুরস্পর বিচ্ছিন্ন ছিল, পূবে ইয়োসিন অস্তুরপুগের শেষ দিক হইতে আরম্ভ হইয়। তৃতীয় যুগেই প্রথম গঙ্গা ও সিন্ধু মধ্যবর্তী সমুদ্র শুকাইন্ন উপরোক্ত উভয় প্রদেশ সংলগ্ন হইল। কিন্তু ভূবেত্ত ব্যানফর্ড রলেন। *সম্ভবতঃ চাখড়ি অন্তর যুগের শেষ হইতেই ভারতবর্ঘ উপকূল স্থূলতঃ আধুনিক আকার ধারণ করিয়াছে। এ সম্বন্ধে তিনি যে সকল যুক্তি দেখাইয়াছেন তাহা হইতে দুইটি নিয়ে উদ্ধৃত হইতেছে। একটি, যদি চাখড়ি অন্তর


 See Medlicott aud Blandford's Manual ef the Geology of India. Vol 1—1 nt.