পাতা:পৃথিবী.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১১১]

 ব্ল্যান ফর্ডের মতে ভারতবর্ষের উপকূল চাখড়ি অন্তর যুগের শেষাংশ হইতে স্থূলতঃ প্রায় একই রূপ আছে, তবে চাঙি অস্তর যুগে ভারতবর্ষের উপকূলে আঝে মাঝে যে, সকল সমুদ্র-শাখা প্রবিষ্ট ছিল তাহা কালে শুকাইয়া স্থলে পরিণত হইয়াছে।

 কচ্ছ ও কাটিবার প্রদেশ পূর্বে দ্বীপাকার ছিল, ইহা তৃতীয় যুগেই বর্তমান আকারে পরিবর্তিত হইয়াছে। কিন্তু সিন্ধুগাঙ্গ প্রদেশ তৃতীয় যুগের পূর্বে উৎপন্ন হইলে তাহা এরূপ সমতল ক্ষেত্র কি করিয়া হইল? সমুদ্রগর্ভ শুকাইয়া মাটী হইলে সেই নুতন স্থল প্রথমে পার্শ্ববর্তী স্থান অপেক্ষা নীচু হয় এবং প্রায় সর্বত্রই এক রূপ উচ্চ বলিয়া সমতল ক্ষেত্র হইয়া পড়ে। কিন্তু সিন্ধু গাঙ্গ প্রদেশ যদি বহুদিন উৎপন্ন স্থল হয় তবে ইহা কি করিয়া সমতল হইল?

 যে কারণে হিমালয় উচ্চ হইয়াছে সেই কারণে সিন্ধুগাঙ্গ প্রদেশও সমূতল হইয়াছে। একটা গোলাকার বস্তুর কোন স্থান নীচু হইয়া চেপটা হইয়া পড়িলে অর্থাৎ কোন গোলাকার পদার্থ ক্রমশঃ সরল রেখার অনুরূপ হতে সচেষ্ট হইলে তাহা পূর্ব্বাপেক্ষা অধিক স্থান অধিকার করিতে প্রবৃত্ত হয় এবং অধিক স্থানের অভাব হইলে এক দিক উচ্চ ও এক দিক নীচু হইয়া পড়ে। সেই নিয়ম অনুসারে ভূগর্ভের সঙ্কোচন হেতু সিন্ধুগাঙ্গ প্রদেশ নীচু ও হিমালয় উন্নত হইয়াছে।