পাতা:পৃথিবী.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১২২ ]

একটি কবরে তিনি এই অস্থি সকল পাইয়াছেন এবং আরো বলিলেন যে সেই কবরহিত মারিয়াস (Marius) মূর্ত্তি অঙ্কিত পঞ্চাশ মুদ্রা তাহার অধিকারে আসিয়াছে।

 টিউটোবোকস কিম্ব্রি, নামক প্রাচীন জর্ম্মান জাতির সেনাপতি হইয়া গল আক্রমণ করিতে গমন করেন এবং (প্রভেন্স প্রদেশের আই নামক নগরে রোমীয় সেনাপতি মারিয়াস কর্তৃক পরাজিত ও ধৃত হইয়া রোমে আনীত হয়েন। মাজুইয়ার ২৫ ফুট লম্বা দশ ফুট চওড়া একটি অস্থি দেখাইয়া বলিলেন ইহাই মৃত টিউটোবাসের দেহাবশেষ। তিনি এই মিথ্যা টিউটোবাসের দেহ ফ্রান্স ও জার্ম্মনির প্রায় সর্বত্রই প্রদর্শন করাইতে লাগিলেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুই পর্যন্ত এই অদ্ভুত কঙ্কাল দেখিয়া আশ্চর্য্য হইলেন। এই কঙ্কাল লইয়া মহা বাকবিতণ্ডা চলিতে লাগিল। শরীর ভক্তবিদ রিয়োলা টিউটোবোকাসের এই দেহ হস্তীকাল ছাড়া কিছুই নহে এই প্রমাণ করিবার জন্য হরবিকট নামক এক চিকিৎসকের বিরুদ্ধে তর্ক করিয়া মহা প্রতিষ্ঠা লাভ করিলেন। পরম্পর মহা লেখনীযুগ্ধ চলিতে লাগিল। গাসেনডি (Cassendi) বলিয়া আর এক জন পণ্ডিত প্রমাণ করিলেন যে মারিয়সের মূর্তি-অঙ্কিত মুদ্রাও মাজুইমারের প্রবঞ্চনা, কেন না সে মুদ্রায় গথিক অক্ষর অঙ্কিত।

এই মিথ্যা টিউটোবেকাস-দেহ ১৮৩২ খৃষ্টাব্দ পর্যন্ত বোর্দোতে রক্ষিত হইয়াছিল, পরে ইহা পারিসের মিউজি-