পাতা:পৃথিবী.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১২৩ ]

য়ামে প্রেরিত হয়। ব্ল্যাঁভিল ইহা দেখিয়া মাশটন অস্থি স্থির করেন। এবং যাহারা এ অস্থি একবার দেখিয়াছেন তাঁহারা বলেন এক মূহূর্ত্তের জন্যও ইহা মনুষ্যকঙ্কাল বলিয়া ভ্রম হওয়া অত্যন্ত আশ্চর্য্যজনক।

 এই অন্তরযুগেই প্রথম বানরের জন্ম। এখনকার কাকড়া, চিংড়ি মাছ ইত্যাদি জীব মায়োসিন সমুদ্রে প্রথম জন্মে।

 এই যুগের কয়লার আর এক অপরূপ দ্রব্য পাওয়া যায়, তাহা হলদে ধূনা, Amber।

 তৃতীয় যুগের লুপ্ত দেবদারু জাতীয় বৃক্ষ নির্যাস অনেকদিন ভূমধ্যে প্রোথিত থাকিয়া এইরূপ আকরিক ধূনা হইয়াছে। বালুকা ও কর্দ্দম মধ্যস্থিত এই ধূনা বলটিক-সমুদ্র-তরঙ্গ-ধৌত হইয়া কূলে নিক্ষিপ্ত হয়, এবং ইহা দ্বারা বহুকাল হইতে বাণিজ্য চলিয়া আসিতেছে। পূর্বে ফৈনিসিয়েরা বাণিজ্যার্থে এই ধূনা কুড়াইতে বলটিক সমুদ্র-তীরে আরোহণ করিত। এখন গবর্ণমেণ্ট ইহা নিজস্ব করিয়া লইয়াছেন। এই ধূনা এখন প্রধানত ডানসিক ও মেমেলের মধ্যস্থিত জর্ম্মান উপকূলে প্রাপ্তব্য। অন্য মূল্য ছাড়া ইহার একটি বিশেষ মূল্য এই, তৃতীয় যুগের যে সকল প্রকার কীট পতঙ্গ দেহ ইহাতে রক্ষিত, তাহাদের বর্ণ এবং আকৃতির কিছুমাত্র বৈলক্ষণ্য হয় নাই।