পাতা:পৃথিবী.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূ-গঞ্জর l مصخلية مع تحتوي عص. সপ্তম অধ্যায়। চতুর্থ প্রস্তাব। তৃতীয় যুগের শেষ হইতে আরস্ত হইয়া এখন পর্যন্ত চতুর্থ যুগ চলিয়া আসিতেছে। একটি বিশেষ স্থানীয় ঘটুন ছাড়া পৃথিবীর সাৰ্ব্বভৌমিক বিশেষ কোন পরিবর্তন এযুগে দৃষ্ট হয় না। বন্য এবং হিমশৈলের কার্য্যই এযুগের বিশেষ লক্ষণ, এবং ইহা অপেক্ষাও এ যুগের আর একটি বিশেষ লক্ষুণ মনুষ্যের উৎপত্তি। এই যে তিনটি বিশেষ ঘটনা দ্বারা পূৰ্ব্ব পূৰ্ব্ব যুগ হইতে এই যুগটি ভিন্ন তাহদেব পর্যায় এইরূপ— প্রথম-ইয়োরোপীয় বন্যা ; দ্বিতীয়—হিমশৈলের কার্য্য ; তৃতীয়-মমুষ্যের উৎপত্তি এবং আসিয়ার বন্যা ; চতুর্থ যুগের এই ঘটনাত্রয় বর্ণনা করিবার অগ্রে ইয়োরোপীয় বন্যার পূর্ববর্তী সময়ের প্রাণী ও প্রাকৃতিক পরিবর্তনের কথা সংক্ষেপে বলা আবশ্যক। ভূবেত্তাগণ চতুর্থ