পাতা:পৃথিবী.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ yరిసి ] ইয়োরোপ এক সময়ের মধ্যে দুইবার বন্যাক্রান্ত হয়। নরওয়ের পর্বতমালা সৃষ্ট হইবার সময় ইয়োরোপের প্রথম বন্যা আরম্ভ। স্ক্যানডিনেবিয়ায় বন্যা উত্থিত হইয় সুইডেন নরওয়ে ইয়োরোপ-রুসিয়া এবং জাৰ্ম্মানির উত্তরের সমস্তু স্থত্তিত মৃত্তিক একত্রে জলমিশ্রিত হইল। ভূগর্ভের অগ্নির প্রভাবে এই জলমধ্য দিয়া নরওয়ের পৰ্ব্বতমাল উঠিতে লাগিল। মেরুসন্নিহিত বন্যাজলরাশি হিম-শৈলাকার ধারণ করিল, বন্যা-তরঙ্গে সেই হিমশিলার স্থানে স্থানে ভাঙ্গিয় কর্দম, কঙ্কর ইত্যাদির সহিত অন্যত্রে ভাসাইয়। লইয়া চলিল । সেই হিম-শিলার দারুণ আঘাতে মৃত্তিক আরো সবলে চূৰ্ণ বিচূর্ণ হইতে লাগিল । উত্তর ইয়োরোপের সমভূমি ও নিম্ন ভূমিতে যেরূপ বিপৰ্য্যস্ত সমূহ দেখা যায় তাহাই উত্তর ইয়োরোপের এই বন্যার প্রাকৃতিক প্রমাণ। এই লণ্ড ভণ্ড মৃত্তিকাস্তরে (Utstratisted Doposits) og TĘā Giorgi (Block) পাওয়া যায় তাহ সাধারণত বৃহদায়তন। যে বন্যাভঙ্গ গ্রেনিট চাপড়ার উপর রুসিয়ার সেন্ট পিটক্‌স্বর্গে পিটরের মূৰ্ত্তি দণ্ডায়মান ভাহা অত্যন্ত প্রকাণ্ড । 始 জৰ্ম্মণি পোলও এবং ব্রিটেনের মধ্যে নরোয়ে দেশউৎপন্ন" প্রকাণ্ড প্রস্তর-খণ্ড দেখিয়া বোধ হয় তাহারা নিশ্চয়ই বস্তু দ্বারা আনীত ।